স্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের শখ মেটাতে গিয়ে চুরির পথে পা বাড়ান এক উচ্চশিক্ষিত যুবক। ভালো বেতনের চাকরি ছেড়ে বিবাহিত জীবন টিকিয়ে রাখতে অবশেষে বেছে নেন চুরি, ছিনতাইয়ের মতো অপরাধমূলক পথ। স্ত্রীর আকাশছোঁয়া চাহিদা পূরণে নিজের শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক মর্যাদা বিসর্জন দিয়ে অপরাধ জগতে জড়িয়ে পড়ার এ ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। পুলিশি জেরার পর উঠে এসেছে চমকে দেওয়ার মতো এই কাহিনি।
সম্প্রতি রাজস্থানের রাজধানী জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় দিনের আলোয় এক নারীর গলা থেকে চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম তরুণ পারেক। তিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, তরুণ পারেক বিবিএ পাস করার পর একটি কোম্পানিতে চাকরি করছিলেন। মাসখানেক আগে বিয়ে হয় তার। তবে বিয়ের পর থেকেই স্ত্রীর জীবনযাপনের চাহিদা মেটানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপরই চাকরি ছেড়ে চুরি করার সিদ্ধান্ত নেন তরুণ।
পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানান, জয়পুরে এসে একের পর এক চুরির ঘটনা ঘটিয়ে স্ত্রীর খরচ জোগানোর চেষ্টা করছিলেন তিনি।
ঘটনার ন্যায়িক বিচার নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সোর্স: ইন্ডিয়া টুডে
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.