দিনদুয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে উরফি জাভেদের বেশ কিছু ছবি। অভিনেত্রীর চেহারা চমকে দিয়েছে সবাইকেই। ঠোঁট ফুলে ঢোল। ফিলার্স খুললে যে কারও এমন কাণ্ড হতে পারে, এমনটা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। রাতারাতি তাঁর মুখ পুরো বদলে গিয়েছে। অভিনেত্রীর মুখ এবং ঠোঁট এতটাই ফুলে গিয়েছে যে তাঁকে চেনাও যাচ্ছে না। ভিডিয়ো শেয়ার করে অবশ্য উরফি জানিয়েছিলেন শীঘ্রই তাঁর মুখ ঠিক হয়ে যাবে। এবং তিনি আবারও ঠোঁটের ফিলার্স করিয়ে নেবেন। তবে, এখন উরফির আরও একটি নতুন ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে তাঁর মুখের অবস্থা আগের চেয়েও খারাপ।
কিছুদিন আগে উরফি তাঁর ইনস্টাগ্রাম থেকে ভক্তদের সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যে ভিডিয়োতে তাঁর ঠোঁট এত বড় দেখাচ্ছে যে মনেই হচ্ছে না এটা উরফি জাভেদ। তাঁর মুখ ফুলে বাক্সের মতো হয়ে গিয়েছে। এখন নাকি ঠিকমতো কথাও বলতে পারছেন না তিনি। ভিডিয়োয় তাঁকে ডাক্তারের ক্লিনিকে বসে থাকতেও দেখা গিয়েছে।
ডাক্তারের ক্লিনিকে কেউ কেউ তাঁকে জিজ্ঞেস করেছেন, তিনি ঠিকমতো কথা বলতে পারছেন কি না? এর উত্তরে উরফি কী বলছেন, সেটা যদিও ঠিকমতো বোঝা যাচ্ছে না। তবে উরফির মুখের ফোলাভাব থাকায় তাঁর ঠোঁট ঠিকমতো নড়ছেও না।
তবে, এত যন্ত্রণা নিয়েও অভিনেত্রী হাসছেন। যদিও কথা বলতে পারছেন না তিনি। ভিডিয়োর ক্যাপশনে উরফি লিখেছেন, ‘এই নতুন চেহারাটা আমার পছন্দ হয়েছে, কেউ যদি অন্য কিছু বলে, তা হলে সে সৌন্দর্য সম্পর্কে বোঝেই না।’
উরফির নতুন এই ভিডিয়োটিও ভাইরাল। যেখানে কেউ লিখেছেন, ‘যা ইচ্ছা বলো, সবার সামনে এ ভাবে নিজেকে তুলে ধরার জন্যও সাহসের প্রয়োজন।’ কেউ আবার উরফিকে দেখে তাঁদের কষ্টের কথাও জানিয়েছেন।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.