মুকেশ আম্বানি ও নিতা অম্বানির ছোটো ছেলে অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের প্রাক্-বিয়ের আয়োজন শেষ। তবে রেশ এখনো রয়ে গেছে নানা মাধ্যমে। চলছে জোর চর্চা।
আগামী ১২ জুলাই চার হাত এক হবে অনন্ত-রাধিকার। তবে বিয়ের আগের এই উদযাপন আপাতত শেষ। একে একে জামনগর ছাড়ছেন অতিথি-অভ্যাগতেরা।
আয়োজনের পাশাপাশি চোখে লেগে থাকে বাড়ির সদস্যদের সাজগোজও। বিশেষ করে বাড়ির নীতার আম্বানির সাজগোজ, শাড়ি-গয়না নিয়ে একটা আলাদা আকর্ষণ থাকে সকলেরই। ছোট ছেলের বিয়েতেও হবু শাশুড়ির সাজ নিয়েও কম চর্চা হয়নি। বিশেষ করে নীতা অনুষ্ঠানের প্রথম দিন শাড়ির সঙ্গে যে লম্বা হার পরেছিলেন তার দাম নিয়েই চলছে আলোচনা।
অম্বানী বাড়ির বৌ বহু মূল্যবান গয়না পরবেন, তা স্বাভাবিক। কিন্তু কখনও কখনও কিছু জিনিস ধারণার বাইরে চলে যায়। ছোট ছেলের প্রাক-বিয়ের অনুষ্ঠানে নীতা পরেছিলেন মনীশ মালহোত্রার নকশা করা কাঞ্চিপুরম। শাড়ির সঙ্গে নীতা পরেছিলেন ঠাসা হিরের একটা লম্বা হার। নীতার সেই হার অনেকেরই চোখে লেগে রয়েছে। তবে হারের দাম শুনলে খানিকটা ভ্যাবাচাকা খেতে হতে পারে। সূত্রের খবর, নীতার এই হারের দাম নাকি প্রায় ৪০০-৫০০ কোটি রুপি।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.