ভারতের মধ্য প্রদেশের গুনা এলাকার একটি হোটেলে বসেছিল বিয়ের আসর।
সম্প্রতি আর পাঁচটা বিয়েবাড়ির মতো সেখানেও উপস্থিত ছিলেন বর-কনের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব। কিন্তু সেই আনন্দের আসর আচমকাই এমন ভয়ংকর রূপ নেবে, তা আন্দাজ করতে পারেননি কেউ।
হোটেলের ছাদের এক কোনায় থাকা মৌমাছির চাক থেকে হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছি হামলা করে অতিথিদের। আতঙ্কে এদিক-সেদিক ছুটতে থাকেন সবাই। কেউ কেউ উপুড় হয়ে শুয়ে পড়েন মাটিতে। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গেছে, মৌমাছির আক্রমণে অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাখা হয়েছে আইসিইউ’তে।
সূত্র : এনডিটিভি, সংবাদ প্রতিদিন
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.