অবিশ্বাস্য হলেও সত্য। এক যুবকের হাতে বসেছে মৌচাক। রানিকে বশ মানিয়ে তার হাতে বসিয়েছে হাজার হাজার মৌমাছি। যুবকের এই অবাক করা কাজে হতবাক স্থানীয়রাও। বলছি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের পলিথিনমোড় এলাকার বাসিন্দা মোহাম্মদ হৃদয়ের কথা। বরেন্দ্র এলাকা-খ্যাত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বরেন্দ্র অঞ্চলের যুবক মোহাম্মদ হৃদয়। তার হাতেই বসছে মৌচাক।
মৌচাক হাতে নিয়ে অনায়াসে জীবনযাপন করেন তিনি। বিশেষ প্রয়োজনে তা সরিয়ে রাখেন অন্য জায়গায়। এলাকাবাসী বলছেন, এটি তার আধ্যাত্মিক ক্ষমতা। তিনি মৌমাছির বন্ধু হয়ে উঠেছেন। তার হাতে মৌচাক দেখতে ভিড় করছে মানুষ। দেখা যায় শীতকাল এলেই চারদিকে রঙিন ফুলে সেজে ওঠে প্রকৃতি। এ সময়টাতে ফুল থেকে মধু আহরণে মৌচাক বাঁধে মৌমাছি। সাধারণ বিভিন্ন গাছের ডালে মৌচাকের দেখা মেলে। কিন্তু অবিশ্বাস্য এক মৌচাকের দেখা মিলেছে চাঁইনবাবগঞ্জের নাচোলে।
দরিদ্র দিনমজুর যুবক হৃদয়ের হাতে মৌচাক। এক ওস্তাদের কাছে কৌশল রপ্ত করে প্রায় ১০ বছর ধরে বিভিন্ন এলাকায় ঘুরে মধু আহরণ করেন হৃদয়। এভাবে চলে চার শিশুকন্যা ও স্ত্রীসহ তার সংসার। তবে সরকারি বা বেসরকারি সহায়তা পেলে মৌমাছির খামার করার ইচ্ছা রয়েছে তার।
হৃদয় বলেন, মৌমাছি তার ভালো লাগে। আর এরা সমাজবদ্ধ জীব। তবে বিশাল সদস্যের রাষ্ট্রটি (মৌচাক) চলে রানির শাসনে। মৌচাকে তিনটি শ্রেণির বাস। রানি, শ্রমিক এবং পুরুষ মৌমাছি। মৌচাক রক্ষায় সেনাবাহিনীর মতো ভূমিকা রাখে মৌমাছিরা। তবে সাধারণ মানুষ যেন মৌমাছি রপ্ত না করে এমনভাবে হাতে না নেয় সেই অনুরোধ করেন তিনি। কারণ এতে মানুষ বিপদে পড়তে পারে। এমনকি জীবনও সংশয় হতে পারে বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবদুস সামাদ বলেন, সাধারণ মানুষ এটা রপ্ত করতে গেলে স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে। আর এ ধরনের ছবি বা ভিডিও শিশুদের না দেখানোর পরামর্শ দেন তিনি। এর কারণ হিসেবে বলেন, ‘কোমলমতি শিশুরা এটা দেখে মৌমাছির প্রতি আকৃষ্ট হতে পারে এবং যদি তারা আকৃষ্ট হয় তাহলে তাদের স্বাস্থ্যগত ঝুঁকিসহ জীবন সংশয়ের আশঙ্কা রয়েছে।’
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.