ইন্টারভিউ দেওয়ার নাম শুনে অনেক শিক্ষার্থী কিছুটা নার্ভাস হয়ে পড়েন। চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যখন তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয় তখন সাধারণ জ্ঞানের পাশাপাশি জীবন সম্পর্কিত এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আবার কখনো কখনো তাদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যার ফলে তারা সহজেই ঘাবড়ে যান। যদিও প্রশ্নগুলো শুনে কঠিন মনে হলেও তার মধ্যেই উত্তর লুকিয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক…
১) প্রশ্নঃ এশিয়া থেকে আফ্রিকা মহাদেশকে কে আলাদা করেছে
উত্তরঃ লোহিত সাগর.
২) প্রশ্নঃ এশিয়ার সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি?
উত্তরঃ জেকোকাবাদ (৫২ ডিগ্রী সেলসিয়াস)।
৩) প্রশ্নঃ মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল ?
উত্তরঃ পাটলিপুত্র।
৪) প্রশ্নঃ সাধারণ সিভিল কোড প্রাপ্ত ভারতের একমাত্র রাজ্য কোনটি?
উত্তরঃ গোয়া।
৫) প্রশ্নঃ পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ এশিয়া মহাদেশের বসবাস করেন?
উত্তরঃ ৬০%।
৬) প্রশ্নঃ চণ্ডাশোক নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ সম্রাট অশোক।
৭) প্রশ্নঃ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি?
উত্তরঃ সমাচার দর্পন।
৮) প্রশ্নঃ ফারাক্কা ব্যারেজ তৈরী করতে আনুমানিক কত টাকা খরচ হয়েছিল ?
উত্তরঃ ১৫৬.৪৯ কোটি টাকা।
৯) প্রশ্নঃ কোন পর্বত এশিয়াকে ইউরোপ থেকে পৃথক বিচ্ছিন্ন করেছে?
উত্তরঃ ইউরাল পর্বত।
১০) প্রশ্নঃ কোন যুগকে সাধারণত বাংলার স্বর্ণযুগ হিসাবে বিবেচনা করা হয় ?
উত্তরঃ পাল যুগ।
১১) প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদ কোন স্থান উৎপত্তি লাভ করেছে?
উত্তরঃ তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুং দুং হিমবাহ।
১২) প্রশ্নঃ সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তরঃ গৌতমীপুত্র সাতকর্নী।
১৩) প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমির নাম কি?
উত্তরঃ রাশিয়ার তৈগা বনভূমি।
১৪) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জি.আই ট্যাগযুক্ত পণ্যগুলি কি কি?
উত্তরঃ নকশী কাঁথা, শান্তিনিকেতনের চামড়ার বস্তূ, শান্তিপুরের শাড়ি, ধনিয়াখালির শাড়ি, কুশমণ্ডির কাঠের মুখোশ, বেঙ্গল পাটাচিত্র, মাদুরকাঠি, পুরুলিয়া চৌ মাস্ক, বেঙ্গল ডোকরা, বালুচরি শাড়ি, বাঁকুড়া পাঁচমুরা টেরাকোটার ক্রাফট, দার্জিলিংয়ের চা, হিমসাগর আম, মালদা জেলায় জন্মানো ফজলি আম , তুলাইপাঞ্জি চাল, গোবিন্দভোগ চাল, জয়নগরের মোয়া, বর্ধমান সীতাভোগ, বর্ধমান মিহিদানা, বাংলার রসোগোল্লা।
১৫) প্রশ্নঃ কোন জিনিসটা মেয়েদের বিয়ের পর বেড়ে যায়?
উত্তরঃ দায়িত্ব (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়েছিল)।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.