এই ক্যাফেতে পাওয়া যায় সুস্বাদু হরেক রকম কফি। দামও মানানসই। শুনে ভাবছেন, এ আর নতুন কী? ক্যাফেতে তো কফিই থাকবে। কিন্তু এই ক্যাফের রয়েছে একটি গোপন ট্রিক্স, যা এটিকে বিশেষ করে তুলেছে আর স্থান পেয়েছে বিশ্বের একাধিক সংবাদের পাতায়; যা জানলে হয়তো নেচে উঠবে আপনার মনও।
ম্যাসাচুসেটসের ছোট্ট শহর মিডলবরোতে এই অভিনব ধারণার মাধ্যমে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছে কফি মিলানো ক্যাফে। সাধারণ একটি ব্যবসা কীভাবে মার্কেটিং আইডিয়া ভাইরাল করে ঝড় তুলতে পারে, তা দেখিয়েছে এই ক্যাফে।
মালিক জোশ রশিদ সম্প্রতি ক্যাফের বাইরে একটি বোর্ড লাগিয়েছিলেন, যেখানে লেখা ছিল, পাঁচ সেকেন্ড নাচুন, কফি ফ্রি! তবে শর্ত একটাই, আপনাকে ভিডিওতে থাকতে হবে এবং সেটি ক্যাফের টিকটক অ্যাকাউন্টে আপলোড করা হবে।
ভিডিওতে দেখা যায়, দরজা দিয়ে প্রবেশ করার সময় যে কারও হাবভাব বদলে যাচ্ছে। হঠাৎ করেই তারা নাচতে শুরু করছেন। কেউ দরজা খুলে ছোট্ট নাচের স্টেপ দেখাচ্ছেন, কেউ আবার পুরোপুরি মঞ্চের নৃত্যশিল্পীর মতো মুগ্ধ করছেন। আরেকজনতো নাচতে নাচতে এমন মজা পেলেন যে দরজার সামনে জুতো খুলে ফেললেন! এ যেন কফি পাওয়ার এক উৎসবমুখর প্রতিযোগিতা।
ক্যাফের মালিক এই অফারটি চালু করার পেছনে তার কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, এমন কিছু করার উদ্দেশ্য কেবল বিনামূল্যে কফি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না, বরং মানুষের মুখে হাসি ফোটানো।
তাদের উদ্যোগ এতটাই সফল হয়েছে যে, ক্যাফের টিকটক অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট হওয়ার পর তা ৫ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। ফলে শুধু এলাকার মানুষ নয়, দূর দূরান্ত থেকেও লোকজন এই ক্যাফেতে ভিড় জমাচ্ছেন।
যারা বিনামূল্যে কফি উপভোগ করতে চান, তাদের জন্য নাচটাই হতে পারে সেরা মাধ্যম। পাঁচ সেকেন্ডের নাচ যদি আপনাকে খুশি করতে পারে, তবে সেই কফি ফ্রিতেই দোষ কী! চাইলে আপনিও আপনার ৫ সেকেন্ডের নাচ দ্বারা সবাইকে বিনোদন দিয়ে ফ্রিতে উপভোগ করতে পারেন আপনার পছন্দের কফি।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.