লিখিত পরীক্ষায় হোক বা ইন্টারভিউ যেকোনো ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারণ বেশিরভাগ এই ধরনের প্রশ্ন করা হয়। তাই মেধাবী ছাত্র-ছাত্রীরা নিয়মিত এই ধরনের তথ্যগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো যা আপনাকে অবাক করতে পারে।
১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সর্বপ্রথম অ্যাম্বুলেন্স চালু হয়েছিল?
উত্তরঃ ১৪৮৭ সালে সর্বপ্রথম স্পেন দেশে অ্যাম্বুলেন্স (Ambulance) চালু হয়েছিল।
২) প্রশ্নঃ কোন গ্রামের মানুষ দড়ির উপর দিয়ে হাঁটে?
উত্তরঃ রাশিয়া দেশের পাহাড়ের কোলে গড়ে ওঠা সোভাক্রা (Sovakra) গ্রামের সকল মানুষ দড়ির উপর দিয়ে হাঁটে।
৩) প্রশ্নঃ গোটা বিশ্বে প্রতিদিন গড়ে কতবার ভূমিকম্প হয়?
উত্তরঃ সারা বিশ্বে প্রতিদিন গড়ে ১৩৮ বার ভূমিকম্প (Earthquakes) হয়। যার মধ্যে অধিকাংশগুলোই মৃদু কম্পন হয়ে থাকে, যে কারণে আমরা টের পাইনা।
৪) প্রশ্নঃ একজন মানুষের মৃত্যুর পর সেই দেহের ওজন কতটুকু কমে যায়?
উত্তরঃ মৃত্যুর পর মানুষের ওজন ২১ গ্রাম কমে যায়।
৫) প্রশ্নঃ এরোপ্লেন বা বিমানে চাকায় কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তরঃ উড়োজাহাজের চাকায় নাইট্রোজেন গ্যাস (Nitrogen gas) ব্যবহার করা হয়।
৬) প্রশ্নঃ জানেন আমাদের সৌরজগতের সবচেয়ে হালকা গ্রহ কোনটি?
উত্তরঃ শনি (Saturn) সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলেও সবচেয়ে হালকা গ্রহ শনিই।
৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে হাতিকে হত্যা করলে সেই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়?
উত্তরঃ আসলে এমনই কঠোর আইন রয়েছে শ্রীলঙ্কা দেশে।
৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের মানুষ সব থেকে বেশি পূজা-অর্চনা করে থাকে?
উত্তরঃ ভারতীয়রা সবথেকে বেশি পূজা-অর্চনা করতে ভালোবাসে।
৯) প্রশ্নঃ কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন (Indian Citizenship Act) পাস হয়েছিল?
উত্তরঃ ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়েছিল ১৯৫৫ সালে।
১০) প্রশ্নঃ বলুন তো কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে?
উত্তরঃ স্পঞ্জ (Sponge) হল একমাত্র প্রায় নিজে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.