বয়স্ক মানুষদের সেবা দিতে ‘বুদ্ধিমান’ রোবট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরুর নির্দেশ দিয়েছে চীন। দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, চীনে ক্রমাগত বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু বয়স্ক সেবাপ্রদানকারীর সংখ্যা কম, এতে পরিবারগুলোকে অতিরিক্ত চাপের মুখোমুখি হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রোবট কতটা সহায়ক হতে পারে তা চায় চীন সরকার। এ জন্য তারা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এই পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চাইছে, প্রতিষ্ঠানগুলো যেন অন্তত ২০০টি রোবট তৈরি করে, রোবটগুলো তারা ২০টি ভিন্ন স্থানে পরীক্ষা করবে। আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর বয়স্কদের সেবা প্রদানের অভিজ্ঞতা, আর্থিক, পরিবেশগত এবং নিরাপত্তাসংক্রান্ত রেকর্ড ভালো হতে হবে। আর সফল আবেদনকারীদের দুই বছরের মধ্যে পরীক্ষার ফলাফল জমা দেওয়ার জন্য নির্দেশনা দেবে মন্ত্রণালয়।
এ ছাড়া একটি আলাদা নথিতে চীনের মন্ত্রণালয় সেই পরিস্থিতিগুলো উল্লেখ করেছে, যেখানে রোবটগুলোকে দক্ষতার পরিচয় দিতে হবে। যেমন: রান্না এবং ঘর পরিষ্কার করা, বয়স্কদের হাঁটতে সাহায্য করা, যাতে তারা পড়ে না যায় এবং প্রয়োজনে বয়স্কদের তুলে দাঁড় করানোর ক্ষমতা।
এ ছাড়া, বয়স্কদের শৌচাগারে সাহায্য করতে এবং নিজে খেতে অক্ষম এমন ব্যক্তিদের খাওয়াতে সাহায্য করতে পারবে রোবটগুলোকে।
চীন চাইছে এমন রোবট তৈরি করতে, যা প্রাথমিক স্তরের ডিমেনশিয়া শনাক্ত করতে পারে এবং যারা ইতিমধ্যে ডিমেনশিয়ায় আক্রান্ত, তাদের জন্য ‘বাড়ির বাইরে চলে যাওয়া এবং পড়ে যাওয়া থেকে রক্ষা’ করার সক্ষমতা থাকতে হবে।
চীন একা নয়, এই ধারণা নিয়ে গবেষণা চালাচ্ছে জাপানও। কারণ জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি এবং সেখানে কর্মীর অভাব রয়েছে, তাই এই সমস্যার সমাধানে তারা রোবট ব্যবহারের চেষ্টা করছে।
চীনের মধ্যে এই ধারণা নতুন নয়। ২০২২ সালে ইলন মাস্ক চীনের সাইবারস্পেস প্রশাসনের জন্য একটি নিবন্ধে বয়স্কদের জন্য রোবট সহায়ক ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন।
চীনা মিডিয়া ও বিশ্লেষকেরা এটি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেছেন এবং খবরটি সবাই ইতিবাচকভাবে দেখছেন।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.