দি আরবে বিবাহবিচ্ছেদের হার ব্যাপকভাবে বেড়েছে। চলতি বছরে প্রায় ৫৭ হাজার ৫৯৫টি বিবাহবিচ্ছেদের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর অর্থ হলো, প্রতিদিন গড়ে ১৫৭টি এবং প্রতি নয় মিনিটে একটি বিবাহবিচ্ছেদ হচ্ছে। দেশটির আইন মন্ত্রণালয়ের প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
আজ শনিবার (১২ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ৬৫ শতাংশেরও বেশি বিচ্ছেদ বিয়ের প্রথম এক বছরের মধ্যেই ঘটেছে।
প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই বছর নিবন্ধিত মোট বিবাহের ১২ দশমিক ৬ শতাংশই বিচ্ছেদ হয়ে গেছে। বিচ্ছেদের হারে আল বাহা অঞ্চল শীর্ষে রয়েছে, যেখানে ৩৬ শতাংশ বিচ্ছেদ রেকর্ড করা হয়েছে। এরপরে রিয়াদে ২১ দশমিক ৭ শতাংশ ও হাইলে ১৯ দশমিক ২ শতাংশ।
সমাজ বিশেষজ্ঞ আহমেদ আল নাজার বলেন, দাম্পত্য জীবন সম্পর্কে ভুল ধারণা ও মানসিক প্রস্তুতির অভাব থেকে এ ধরনের বিচ্ছেদের ঘটনা ঘটছে। বিচ্ছেদের প্রধান কারণ, অতিরিক্ত বিবাহের খরচ, তাড়াহুড়ো করে সঙ্গী নির্বাচন, পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপ। এছাড়া প্রেমের সম্পর্কে থাকাকালীন আদর্শ আচরণ বিয়ের পর পরিবর্তন হলেও বিচ্ছেদের ঘটনা ঘটে।
আল নাজার মনে করিয়ে দিয়েছেন, বিবাহ কোনো উদযাপন বা মধুচন্দ্রিমা নয়। এটি একটি দীর্ঘমেয়াদী জীবন প্রকল্প যার জন্য পরিপক্কতা, যোগাযোগ ও বাস্তবসম্মত প্রত্যাশা প্রয়োজন, যার সবকটিই এখনকার প্রায় সম্পর্কগুলোতে অনুপস্থিত।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.