হার্মিসের হ্যান্ডব্যাগের বিশ্বরেকর্ড, বিক্রি হলো ১০ মিলিয়ন ডলারে

ফ্রান্সের প্যারিসে সোথবি’স নিলামে ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড হার্মিসের ডিজাইন করা প্রথম বার্কিন ব্যাগ ৮.৫৮ মিলিয়ন ইউরোতে (১০ মিলিয়ন ডলার) বিক্রি হয়েছে। এই ব্যাগটি হ্যান্ডব্যাগের আগের মূল্যের রেকর্ড ভেঙে দিয়েছে।

সোথবি’স ওয়েবসাইটে দেখানো হয়েছে, প্যারিস-ভিত্তিক হ্যান্ডব্যাগ সংগ্রাহকের মালিকানাধীন আধুনিক ডিজাইনের ব্যাগটির টেলিফোনে সাত মিলিয়ন ইউরো পর্যন্ত দর কষাকষি হয়। আর কমিশন এবং ফিসহ চূড়ান্ত বিক্রয় মূল্য ৮.৫৮ মিলিয়ন নির্ধারণ করা হয়।

সোথবি’স এক বিবৃতিতে জানিয়েছে, কয়েক সপ্তাহের প্রতীক্ষার পর ১ মিলিয়ন ইউরো থেকে দর কষাকষি শুরু হয়।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ব্যাগটির চূড়ান্ত ক্রেতা জাপানের একজন ব্যক্তিগত সংগ্রাহক। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি সোথবি’স।

নিলামে একটি হ্যান্ডব্যাগের আগের রেকর্ড মূল্য ছিল হীরাখচিত কুমিরের চামড়া হার্মিস কেলি ২৮, যা ২০২১ সালে হংকংয়ের ক্রিস্টি’সে ৫ লাখ ১৩ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

সোথবি’স এর আগে আশা ব্যক্ত করেছিল, বার্কিন প্রোটোটাইপ বিক্রির সময় সেই রেকর্ড ছাড়িয়ে যাবে।

আধুনিক যুগের বার্কিন ব্যাগগুলো হার্মিসের অনুগত ক্লায়েন্টদের কাছে অফার করা হয়, যার দাম প্রায় ১০ হাজার ডলার থেকে শুরু হয়।

সূত্র: এনডিটিভি