নেপালি একজন শেরপা গাইড বুধবার রেকর্ড ৩০তম বারের মতো মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন। মাত্র ১০ দিনের ব্যবধানে তিনি এক সেশনে দ্বিতীয়বারের মতো পর্বত চূড়ায় ওঠেন।
সাধারণ পর্বতারোহীদের এভারেস্টের চূড়ায় আরোহণ করতে বেশ কয়েক দিন সময় লাগে। পর্বতারোহীদের পক্ষে অল্প সময়ের মধ্যে একাধিক আরোহণ করা খুব বিরল ঘটনা।
নেপালের পর্যটন কর্মকর্তা খিম লাল গৌতম জানান, ৫৪ বছর বয়সী কামি রিতা শেরপা ঐতিহ্যবাহী দক্ষিণ-পূর্ব শৃঙ্গ পথ ধরে ৮,৮৪৯ মিটার (২৯,০৩২ ফুট) শৃঙ্গে পৌঁছান। গত ১২ মে ২৯তম বারের মতো শৃঙ্গ আরোহণ করেছিলেন কামি রিতা।
বেস ক্যাম্পের এক্সপিডিশন মনিটরিং অ্যান্ড ফ্যাসিলিটেশন ফিল্ড অফিসের প্রধান গৌতম সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এক্স-এ এক পোস্টে বলেছেন, তিনি ‘নিজের রেকর্ড ভেঙেছেন। এটি বিশ্বের শীর্ষ চূড়ায় তার ৩০তম আরোহণ।’
কামি রিতা ১৯৯৪ সালে প্রথম এভারেস্টে আরোহণ করেছিলেন এবং তখন থেকে প্রায় প্রতি বছরই তিনি এটা করেছেন। তিন বছর তিনি চূড়ায় উঠতে পারেননি কারণ, কর্তৃপক্ষ বিভিন্ন কারণে পর্বতটি বন্ধ করে রাখে।
কামি রিতার পর সবচেয়ে বেশি ২৭ বার এভারেস্ট জয় করেছেন আরেক শেরপা পর্বতারোহী।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.