যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার একটি গবেষণা প্রতিষ্ঠান থেকে ৪০টি বানর পালিয়ে গেছে। বানরগুলো আলফা জেনেসিস সাইট নামক একটি কোম্পানির তত্ত্বাবধানে ছিল। কোম্পানিটি মস্তিষ্কের রোগের চিকিৎসাসহ বিভিন্ন ক্লিনিকাল ট্রায়ালের জন্য এই প্রাণীদের যত্নে লালন-পালন করছিল।
ইয়েমাসির আলফা জেনেসিস সাইট থেকে বুধবার রাতে বানরগুলো পালায়। পুলিশ ফেসবুকে একটি সতর্কবার্তায় জানায়, তাদের ধরার জন্য থার্মাল ইমেজিং ক্যামেরা এবং বিশেষ ফাঁদ ব্যবহার করা হচ্ছে।
স্থানীয়দের নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশের সতর্কবার্তায় জানানো হয়, আবাসিক এলাকাগুলোর দরজা ও জানালা বন্ধ রাখার জন্য এবং বানরগুলোকে দেখা মাত্রই ৯১১ নম্বরে কল দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে চার্লসটন থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে অবস্থিত ইয়েমাসি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
আলফা জেনেসিস সাইটটি প্রায় ১০০ একরের বেশি জায়গাজুড়ে বিভিন্ন চিকিৎসাসংক্রান্ত গবেষণার জন্য প্রাণীদের, বিশেষ করে বানরদের লালন-পালন করে। যদিও বানরগুলোর সুনির্দিষ্ট জাত উল্লেখ করা হয়নি। তবে ফার্মের তথ্য অনুযায়ী, সেখানে ম্যাকাক এবং ক্যাপুচিন প্রজাতির বানর রয়েছে।
তবে, এ ধরনের ঘটনা নতুন নয়। ২০১৬ সালেও এই ফার্ম থেকে ১৯টি বানর পালিয়ে গিয়েছিল, যা ছয় ঘণ্টার মধ্যে পুনরুদ্ধার করা হয়েছিল।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.