৪৩ বছরে ১২ বার বিয়ে ভেঙেছেন বৃদ্ধা। যদিও দাম্পত্যে কোনও তিক্ততা নেই। বরং এতবছরের দাম্পত্যে একে অপরের প্রেমে অন্ধ তারা। তবুও কেন বিয়ে ভাঙেন? সকলেরই মনে কৌতূহল ছিল। অবশেষে ধরা পড়ল বৃদ্ধার কুকীর্তি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই দম্পতি ভিয়েনার বাসিন্দা। চারদশক একসঙ্গে রয়েছেন তারা। প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর প্রায় দুই-তিন বছরে তারা ডিভোর্স দিয়ে আবার বিয়ে করতেন। ৪৩ বছরে ১২ বার ডিভোর্স দিয়েছেন। তবে সর্বশেষ ডিভোর্সের সময়েই দম্পতির কুকীর্তি প্রকাশ্যে আসে।
জানা গেছে, অস্ট্রিয়া সরকারের বিধবা ভাতা পাওয়ার জন্য বারবার বিয়ে ভাঙতেন বৃদ্ধা। অস্ট্রিয়ায় আইন অনুযায়ী- একজন বিধবা ২৮ হাজার ৩০০ ডলার সরকারি সহায়তা পাওয়ার অধিকারী। আইনিভাবে ডিভোর্সের পরেই সরকারি অনুদান পাওয়া সম্ভব। স্বামীকে বারবার ডিভোর্স দিয়ে সরকারি অনুদান ভোগ করতেন তিনি। বিধবা ভাতা পাওয়ার পর আবার স্বামীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতেন।
তবে ১২তম ডিভোর্সের পর পেনশন ইনস্যুরেন্স ইনস্টিটিউটে গিয়েছিলেন বৃদ্ধা। বিষয়টি খতিয়ে দেখার সময় তার কুকীর্তি ধরা পড়ে। দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
সূত্র- নিউজউইক।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.