ক্ষমতায় আসার পরই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ তৈরি করেছিলেন। তার সেই উদ্যোগকে যেমন অনেকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে বিরোধিতাও করেন। উত্তরপ্রদেশ সরকারের দাবি, রাজ্য নারীদের নিরাপত্তার জন্য এমন ‘স্কোয়াড’ থাকা খুবই প্রয়োজন।
এবার যোগী সরকারের ধাঁচেই দিল্লিতেও শুরু হতে চলেছে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’! দিল্লিতে ক্ষমতায় এসেই এই ‘স্কোয়াড’ তৈরির ব্যাপারে উদ্যোগী হয় বিজেপি সরকার। দিল্লি পুলিশ সেই মর্মে এবার বিজ্ঞপ্তি জারি করে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ তৈরির কথা জানাল। নতুন এই ‘স্কোয়াড’-এর নাম দেওয়া হয়েছে ‘শিষ্টাচার’।
দিল্লি বিধানসভা নির্বাচনে ইস্তেহারে বিজেপি নারীদের নিরাপত্তা বিষয় নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিল। নারীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’-এর প্রতিশ্রুতিও দিয়েছিল। ক্ষমতায় আসার পরই তা বাস্তাবায়িত করতে চলেছে রেখা গুপ্তের সরকার। দিল্লি পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পুরুষ এবং নারী অফিসারদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে অন্তত ৩০টি এই ধরনের দল গঠন করবে দিল্লি পুলিশ।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.