আপনি যাকে ভালোবাসেন, সে মানুষটি প্রকৃত অর্থে কেমন তা হয়তো আপনার জানতে অনেক সময় লেগে যাবে। কিন্তু তা মুহূর্তেই বলে দেবে ভাইরাল হওয়া এই ছবিটি।
নেটদুনিয়ায় একটি অপটিক্যাল ইল্যুশনের ছবি ভাইরাল হয়েছে। এই বিশেষ ছবিটি তৈরি করা হয়েছে ভালোবাসার মানুষকে চিনে নেয়ার জন্য। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই লাভ বার্ড ছবিটি দিয়ে আপনিও চাইলে আপনার ভালোবাসার মানুষটিকে যাচাই করে নিতে পারেন।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ভাইরাল এই ছবিটি @octavio._.ocampo নামের একটি ইনস্টাগ্রামের প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। Octavio Ocampo হলেন একজন মেক্সিকান শিল্পী। তিনি বিভিন্ন ধরনের ছবি আঁকেন, যা বিশ্বের সব দেশেই সমাদৃত।
আর এ কারণেই বিখ্যাত এই শিল্পীর এ রকম আঁকা অনেক ছবিই বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে। তবে ভালোবাসার প্রতীক এই লাভ বার্ডের ছবিটি এবার জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে।
লাভ বার্ডের ওই ছবিটিতে দেখা যাচ্ছে, নীলাকাশে অনেকগুলো পায়রা স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে। অপটিক্যাল ইল্যুশনের এই ছবিটি প্রথম একঝলক দেখায় যদি আপনি তাই মনে করেন, তাহলে আপনি ভালোবাসার মানুষের প্রতি খুব বেশি সৎ নন। তাই ছবিটি দেখানোর সঙ্গে সঙ্গেই কিছু বুঝে ওঠার আগেই তাকে জিজ্ঞাসা করতে পারেন সে ছবিটিতে কী দেখছে?
মনোবিজ্ঞানীরা বলছেন, প্রথম দেখাতেই যদি ছবিটিতে পায়রা দেখতে পান, তবে আপনি কোনো সম্পর্কে বিশ্বাস করেন না। আর এ কারণে আপনাদের সম্পর্ক খুব একটা দীর্ঘস্থায়ী হবে না।
অন্যদিকে যারা প্রথম দেখাতেই ছবিটিতে পায়রা নয়, একটি মেয়ের মুখ দেখতে পেয়েছেন, তাদের জন্য শুভেচ্ছা। তারা ভালোবাসার মানুষের প্রতি অনেক বেশি একনিষ্ঠ ও সৎ থাকেন। এরা জীবনসঙ্গী হিসেবে যথেষ্ট গোছানো ও পারফেক্ট।
যেকোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে এরা পারদর্শী ও জ্ঞানী হয়ে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সামান্য বিষয় দিয়েই ভালোবাসার মানুষের সম্পর্কে অজানা বিভিন্ন বিষয় আপনি ধারণা করে ফেলতে পারবেন অনায়াসেই। আর সঠিক মানুষটিকেও সহজে খুঁজে নিতে পারবেন।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.