নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ হয়েছে অনেকদিন। এরপর শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন নাগা চৈতন্য। অন্যদিকে, রাজ নিদিমোরুর সঙ্গে একটু একটু করে ঘনিষ্ঠতা প্রকাশ্যে আনছেন সামান্থাও।
২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটেই নাকি সামান্থা ও দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু হয়েছিল। এরপর ২০১৭ সালে দু’জনের বিয়ে হয়। নাগার সঙ্গে সম্পর্কটা চিরকালীন ভেবে ‘ইয়ে মায়া চেসাভে’ ছবির নামে ট্যাটু করিয়েছিলেন সামান্থা। কিন্তু নাগার সঙ্গে বিচ্ছেদের চার বছর পর সেই ট্যাটু মুছে ফেললেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর সমাজমাধ্যমের ছবি দেখে এই বিষয়ে নিশ্চিত হয়েছেন অনুরাগীরা।
ট্যাটু মুছে ফেললেও এই ছবিই নাকি আবারও কাছাকাছি আনছে সামান্থা-নাগাকে! ১৮ জুলাই বড়পর্দায় পুনণরায় মুক্তি পাচ্ছে এই ছবি। তাই খবর, ছবির পুণরায় মুক্তির জন্য প্রচারে উপস্থিত হতে পারেন দুই তারকা। অর্থাৎ ফের বড়পর্দার পাশাপাশি বাস্তবেও একসঙ্গে দেখা যাবে এই প্রাক্তন জুটিকে। যদিও প্রচারে সামান্থা-নাগা একসঙ্গে থাকবেন কিনা তা এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। তবে তাঁদের বড়পর্দায় আরও একবার রোম্যান্স করতে দেখবেন বলে খুশিতে ডগমগ অনুরাগীরা।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.