গতকাল ছিল বাবা দিবস। বিশেষ এই দিনটিকে উদযাপনে ঢালিউড নায়িকা অপু বিশ্বাস তার সন্তান ও সন্তানের বাবা শাকিব খানের একটি ভিডিও শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। বরাবরের মতো এবারও অপুর পর শাকিব ও নিজের ছেলেকে নিয়ে পোস্ট করেন বুবলী। এরপরই নেটিজেনদের আলোচনা, দুজনের একজন শাকিবকে নিয়ে স্ট্যাটাস দিলে বা কোনো মন্তব্য করলে কিছুক্ষণ পরই অপরজনও তার প্রতিক্রিয়া নিয়ে হাজির হন।
বিষয়টি অপু বুবলীর পোস্টেও মন্তব্য করে জানান অনেকে। আর এসব মন্তব্য নজর এড়ায়নি অপুর। দিনশেষে তিনি আরেকটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, তিনি কোনো প্রতিযোগিতায় নেই।
সন্তান, শাকিব খান ও বুবলী, ত্রিমুখী এই বিষয়গুলো যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে অপুর জীবনে।
বিষয়গুলো নিয়ে যেন একপ্রকার ক্লান্ত ও বিরক্ত অপু বিশ্বাস। তাই রবিবার (১৫ জুন) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্য স্পষ্ট এক বার্তা দিয়েছেন অভিনেত্রী। যেখানে অভিনেত্রী জানিয়েছেন, কোনো ধরণের অসুস্থ প্রতিযোগিতার মাঝে তিনি নেই। আপাতত নিজের কাজ ও সন্তানকে নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।
প্রাক্তন স্বামী শাকিব খান ও ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করে অপু বিশ্বাস লিখেছেন- ‘প্রিয় ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি, আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি— তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে একধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা। আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই— হাজারো কাজ, পরিকল্পনা, এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা।’
অপু আরো লেখেন, ‘আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না।
আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই। আমার ছেলের জন্য সময় দেই, তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি—এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারো ‘অস্বস্তি’ তৈরি হলে, সেটার দায় আমার নয়।’
তিনি কোনো প্রতিযোগিতায় নেই জানিয়ে লেখেন, “আমি অনেকদিন ধরেই দেখছি, আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই— আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই। সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই। কারো সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন— আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না। আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতে রাজিও নই। ভালোবাসা অমলান থাকুক।”
গতকাল অপু বিশ্বাসের পোস্টের পরেই শাকিব খানকে নিয়ে পোস্ট করেন বুবলীও। প্রতিবারের মতো এবারও তাদের দুজনের পোস্টে অনেক নেটিজেনের মন্তব্য দেখা যায়। একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করছেন অপু-বুবলী, এমন মন্তব্য ভেসে আসে বার বার। সেই প্রেক্ষিতেই অপু নিজের অবস্থান স্পষ্ট করেন নিজের সর্বশেষ পোস্টে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.