নিজেকে একজন গর্বিত মুসলিম বলে দাবি করে, ইসলাম কখনোই মানুষকে হত্যা করতে শেখায় না বলে মন্তব্য করেছেন বলিউড সুপারস্টার আমির খান।
সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ধর্ম ও সন্ত্রাসের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেতা।
যেখানে আমির খান বলেন, ‘আমি একজন গর্বিত মুসলিম। পাশাপাশি একজন ভারতীয় হিসেবেও গর্বিত। এই দুটো কথাই ভীষণভাবে সত্যি।’
এরপরেই সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই জানিয়ে অভিনেতা বলেন, ‘কোনও ধর্মই নিরীহ মানুষকে হত্যা করতে শেখায় না। আর যারা ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাদেরকে আমি মুসলিম বলে মনে করি না।’
এসময়ে ইসলাম ধর্মের শিক্ষা টেনে আমির খান বলেন, ‘ইসলামে স্পষ্ট লেখা রয়েছে, কোনও নিরীহ মানুষকে হত্যা করা যাবে না। মহিলা ও শিশুদের উপর হাত তোলা যাবে না। এই সব শিক্ষা রয়েছে আমাদের ধর্মে।’
অভিনেতা আরও বলেন, ‘যারা নিরীহ মানুষদের হত্যা করছে তারা ধর্মের বিরুদ্ধে যাচ্ছে। তারা ভুল করছে। ইসলাম কখনোই এসব শেখায় না’ এসময় পেহেলগাম কাণ্ডে জঙ্গিদের মুসলিম বলেও মনে করেন না বলে জানান আমির খান।
উল্লেখ্য, আগামী ২০ জুন মুক্তি পাবে আমির খানের সিতারে জমিন পর। ছবিতে আমিরকে দেখা যাবে এক বাস্কেটবল কোচের ভূমিকায়। শাস্তিস্বরূপ তাকে প্রশিক্ষণ দিতে হয় বিশেষভাবে সক্ষম কিছু কিশোরকে। পরিচালনায় রয়েছেন আর. এস. প্রসন্ন।
এই ছবিতে থাকছেন ১০ জন নবাগত অভিনয়শিল্পী—আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.