বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও অক্ষয় কুমার। দুজনেরই আলাদা বিশাল ভক্তসংখ্যা। অনেক দিন ধরেই দর্শকদের একটা ইচ্ছা এই দুই তারকাকে একসঙ্গে বড় পর্দায় দেখা। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তব হয়নি। কেন হয়নি? এক সাক্ষাৎকারে মজার ছলেই সে উত্তর দিয়েছিলেন খোদ শাহরুখ খান।
একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি অক্ষয় কুমারের মতো বছরে তিন-চারটি সিনেমায় অভিনয় করতে পারেন? কিংবা তিনি কি অক্ষয়ের সঙ্গে কোনো সিনেমায় কাজ করতে পারবেন?
উত্তরে শাহরুখ খান হেসে বলেন, ‘আমি ওর মতো সকালে ওঠে কাজ করতে পারি না।’
শাহরুখ খান জানান, ‘যখন আমি ঘুমাতে যাই, অক্ষয় তখন দিনের কাজ শুরু করে দেয়। আমার যখন কাজ শুরু হয়, তখন অক্ষয় সেট ছেড়ে বাসায় ফেরে। ওর মতো সকালে উঠে এতটা সময় কাজে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি একেবারেই রাত জাগা মানুষ। বেশিরভাগ মানুষ রাতের বেলা শুটিং করতে পছন্দ করে না।’
তিনি আরও বলেন, ‘অক্ষয়ের সঙ্গে কাজ করলে নিশ্চয়ই মজা হতো। কিন্তু আমরা তো সেটেই একে অপরের দেখা পাব না! যখন ও বেরিয়ে যাবে, তখন আমি ঢুকব। আমাদের কাজের সময় একেবারেই আলাদা। তাই একসঙ্গে কাজ করাটা বেশ কঠিন।’
তবে শাহরুখ এটাও জানান, যদি সময় ও সুযোগ হয় অবশ্যই তিনি অক্ষয়ের সঙ্গে কাজ করতে চান।
শাহরুখ খানকে সামনে দেখা যাবে ‘কিং’ নামের বহু প্রতীক্ষিত ছবিতে। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এই ছবিতে প্রথমবারের মতো শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান।
ছবিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, আবয় বর্মা, সওরভ শুক্লা এবং আরও অনেকে।
‘কিং’ মুক্তি পাবে ২০২৬ সালের শেষদিকে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। এতে এক ভয়ংকর হত্যাকারীর চরিত্রে একেবারে নতুন রূপে দেখা যাবে শাহরুখ খানকে। ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে থাকবে তার দারুণ টক্কর!
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.