ভাগ্য নামের যে চিরচেনা প্রতীক্ষা, তার মুখোমুখি হয়ে গিয়েছিলেন কেরালার ত্রিভান্দ্রমের ৬১ বছরের এক প্রবাসী—তাজউদ্দিন আলিয়ার কুনজু।
দীর্ঘ ৪০ বছরের প্রবাসজীবনে সৌদি আরবের আল হেইলে ছোট্ট একটি ট্রান্সপোর্ট ও ওয়াটারপ্রুফিং ব্যবসা চালানো এই মানুষটি হঠাৎ করেই পৌঁছে গেলেন খবরের শিরোনামে—জিতে নিয়েছেন ২৫ মিলিয়ন দিরহামের বিগ টিকিট জ্যাকপট। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৪ কোটি টাকা।
তাজউদ্দিনের ভাষায়, “পুরো বিষয়টা আমি এখনও বিশ্বাস করতে পারছি না!” এ যেন স্বপ্নে হঠাৎ জেগে ওঠার মতো এক বাস্তবতা। মাত্র পাঁচবারের চেষ্টায় তার এবং ১৬ জন বন্ধু ও সহকর্মীর গড়া একটি দল এই বিজয় ছিনিয়ে আনে। অনলাইনে ১৮ এপ্রিল ৭০ দিরহাম করে দিয়ে তারা একত্রে কেনেন সেই সৌভাগ্যবান টিকেটটি—নম্বর ৩০৬৬৩৮।
তবে এই খবরে পৌঁছনোর পথটা ছিল নাটকীয়তায় ভরা। ভুলবশত বিগ টিকেটে নিজের পরিবর্তে স্ত্রীর কেরালার নম্বরটি দিয়েছিলেন তাজউদ্দিন। ড্রয়ের ফল ঘোষণার পর বিগ টিকেট কর্তৃপক্ষ যখন ফোন করে তার বাড়িতে, স্ত্রী সেই কল ‘প্র্যাংক’ ভেবে কেটে দেন।
বিজয়ের খবর প্রথম শোনান তার দুবাইপ্রবাসী শ্যালক, যিনি ড্রয়ের ফলাফল দেখে তাজউদ্দিনকে ফোন করে বলেন, “তুমি জিতে গেছো!”
তাজউদ্দিন প্রথমে ভেবেছিলেন এটি নিছকই এক ধরনের রসিকতা। কিন্তু নম্বর এবং নাম মিলিয়ে দেখে তার অনুভূতি—“মনে হচ্ছিল আমি ভাসছি, পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেছে।”
এদিকে শনিবার রাতে ড্র অনুষ্ঠিত হলেও বিজয়ীর সন্ধানে বিগ টিকেট কর্তৃপক্ষকে অপেক্ষা করতে হয় পুরো দুই দিন। সৌদি আরবে অবস্থানরত তাজউদ্দিনকে খুঁজে বের করতেই হয়রানি পোহাতে হয় তাদের। অবশেষে যখন ঠিকানা মেলে, তখন সবাই স্বস্তির নিশ্বাস ফেলেন।
এই অর্থ কীভাবে ব্যবহার করবেন—তা এখনো চূড়ান্ত হয়নি। দলগতভাবে সিদ্ধান্ত নেবেন বলে জানান তাজউদ্দিন। তবে একটি সিদ্ধান্ত তারা শুরুতেই নিয়েছিলেন—জিতলে পুরস্কারের একটি অংশ দান করবেন কোনো দাতব্য প্রতিষ্ঠানে।
“আমরা ১৬ জন হলেও পুরস্কার ১৭ ভাগে ভাগ করা হবে, কারণ অতিরিক্ত অংশটি দান করা হবে,” জানান তিনি। শেষে তাজউদ্দিন বলেন, “আপনার সময় কখন আসবে তা আপনি কখনই জানেন না।”
একই ড্র সিরিজে বাংলাদেশের আরেক প্রবাসী সোহাগ নুরুল ইসলাম জিতেছেন ৫১ লাখ টাকার পুরস্কার।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.