সাধারণ জ্ঞান এমন একটা বিষয় যার কোন নির্দিষ্ট সীমা নেই। যার যত বেশি নলেজ থাকবে তাকে অন্যদের টেক্কা দেওয়া বেশ মূর্তি। তাই মেধাবীরা নিয়মিত সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করেন। এর মাধ্যমে তারা দেশ-বিদেশের এবং বিভিন্ন রীতিনীতি সম্পর্কে জানতে পারেন। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।
১) প্রশ্নঃ ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়?
উত্তরঃ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে (Nagendra Prasad Sarbadhikari) ভারতীয় ফুটবলের জনক বলা হয়।
২) প্রশ্নঃ ভারতের তৈরি প্রথম কম্পিউটার কোনটি?
উত্তরঃ সিদ্ধার্থ (Siddhartha) হল ভারতের তৈরি প্রথম কম্পিউটার।
৩) প্রশ্নঃ কোন শহরকে উত্তরবঙ্গের ‘বাণিজ্যিক হাব’ (Commercial Hub) বলা হয়?
উত্তরঃ শিলিগুড়িকে।
৪) প্রশ্নঃ কোন বিভাগের রক্তে কোন প্রকার অ্যান্টিবডি থাকে না?
উত্তরঃ AB বিভাগের রক্তে কোন প্রকার অ্যান্টিবডি থাকেনা।
৫) প্রশ্নঃ ভারতের কোন গ্রামে মেয়ে জন্মালে ১১১ টি গাছ লাগাতে হয়?
উত্তরঃ কন্যাসন্তান জন্মালে ১১১টি গাছ লাগানো হয় রাজস্থানের পিপালান্ত্রি (Piplantri) গ্রামে।
৬) প্রশ্নঃ প্রতিটি বাড়িতে তুলসী (Tulsi) গাছ রাখবেন কেন?
উত্তরঃ তুলসী গাছ বাতাসকে শুদ্ধ করে আর মশাকে দূর করে। এছাড়া তুলসী পাতাকে চিকিৎসাশাস্ত্রে মহৌষধি বলা হয়েছে।
৭) প্রশ্নঃ আইহোল প্রশস্তিতে কোন রাজার কথা বর্ণিত আছে?
উত্তরঃ চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কথা বর্ণিত আছে আইহোল প্রশস্তিতে।
৮) প্রশ্নঃ দুর্গা (Durga) ঠাকুর তৈরিতে পতিতালয়ের মৃত্তিকা লাগে কেন?
উত্তরঃ দেবী দুর্গা ৯টি রূপে পূজিত হন৷ এই নবম রূপটিই আসলে পতিতালয়ের প্রতিনিধি৷ মনে করা হয়, সে কারণেই দুর্গা ঠাকুর তৈরিতে পতিতালয়ের মৃত্তিকা লাগে।
৯) প্রশ্নঃ ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ দেবপ্রয়াগ (Devprayag) নামে পরিচিত ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল।
১০) প্রশ্নঃ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তরঃ বর্তমানে লাদাখ (Ladakh) ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.