পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিলে নানান রকমের প্রশ্ন দেখা যায়। এর মধ্যে জেনারেল নলেজ নামে একটি বিভাগ থাকতে দেখা যায়। এই বিভাগে দেশ-দুনিয়ার নানান রকমের জ্ঞানমূলক তথ্যের উপরে ভিত্তি করে প্রশ্ন দেওয়া হয়। প্রস্তুতি ভালো করে নিয়ে থাকলে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়। আর না হলেই মাথায় হাত দিয়ে বসে থাকতে হয়। এই প্রতিবেদনে জেনারেল নলেজ বিষয়কে কেন্দ্র করেই কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
১. মালাই শব্দটির বাংলা অর্থ কী?
উঃ- মালাই শব্দটির বাংলা অর্থ হল পাহাড়।
২. মানুষের ক্ষেত্রে ক্যারিওটাইপ কীসে করা হয়?
উঃ- মানুষের ক্ষেত্রে ক্যারিওটাইপ ‘হোয়াইট ব্লাড সেল’ (White Blood Cell)-এ করা হয়।
৩. ‘ভয়েস অফ ইন্ডিয়া’ (Voice Of India) কত সালে প্রকাশিত হয়েছিল?
উঃ- ‘ভয়েস অফ ইন্ডিয়া’ (Voice Of India) প্রকাশিত হয়েছিল ১৮৮৩ সালে।
৪. ক্রোমোজোমে কত প্রকারের হিস্টোন প্রোটিন থাকে?
উঃ- ক্রোমোজোমে ৫ প্রকারের হিস্টোন প্রোটিন থাকে।
৫. কে ‘ভয়েস অফ ইন্ডিয়া’ (Voice Of India)-র সূচনা করেন?
উঃ- দাদাভাই নৌরজি ভয়েস অফ ইন্ডিয়া’র সূচনা করেন।
৬. ‘ক্রোমোজোম’ শব্দটির প্রবর্তনকারীর নাম কী?
উঃ- ওয়ালডেয়ার সর্বপ্রথম ‘ক্রোমোজোম’ শব্দটি প্রবর্তন করেন।
৭. কোন গ্রন্থ থেকে ‘সত্যমেব জয়তে’ নেওয়া হয়েছে?
উঃ- মুণ্ডক উপনিষদ থেকে ‘সত্যমেব জয়তে’ নেওয়া হয়েছে।
৮. কাদের মধ্যে অ্যামাইটোসিস পদ্ধতি দেখা যায়?
উঃ- অ্যামিবা ও ঈস্টের মধ্যে অ্যামাইটোসিস পদ্ধতি দেখা যায়।
৯. কোন মাছিতে পলিটিন ক্রোমোজন দেখা যায়?
উঃ- ড্রসোফিলা মাছিতে পলিটিন ক্রোমোজন দেখা যায়।
১০. ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার না থাকলে, সেটাকে কী বলা হয়?
উঃ- ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার না থাকলে, সেটাকে অ্যাসেন্ট্রিক বলা হয়।
১১. মানুষের ক্যারিওটাইপ সর্বপ্রথম কারা করেছিলেন?
উঃ- লেভেন ও টিজো সর্বপ্রথম মানুষের ক্যারিওটাইপ করেছিলেন।
১২. বলুন তো, কোন গ্রামে প্রচুর মানুষ থাকে কিন্তু সেই গ্রামে একটিও গাছ নেই?
উঃ- ইনস্টাগ্রাম (Instagram)।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.