প্রার্থীরা যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউয়ারদের মুখোমুখি হন তাদের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে। অনেক সময় তারা সহজ প্রশ্নেরও উত্তর দিতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। এদিকে তারা প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করে থাকেন যা শুনে কঠিন মনে হলেও, উত্তর ততটাই সহজ। এবার তেমনই কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
১) প্রশ্ন: ভারতের সবচেয়ে জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?
উত্তর: বিহার।
২) প্রশ্ন: ‘জয় জওয়ান জয় কিষান’ এই বিখ্যাত উক্তিটি কার?
উত্তর: লাল বাহাদুর শাস্ত্রী।
৩) প্রশ্ন: ভারতীয় সেনাবাহিনীর ডাক নাম কি?
উত্তর: জওয়ান।
৪) প্রশ্ন: ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: মহারাষ্ট্র।
৫) প্রশ্ন: সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি?
উত্তর: তেলেঙ্গানা। (অন্ধ্রপ্রদেশ বিভক্ত হয়ে)
৬) প্রশ্ন: রক্তের হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন পরিবহন করা।
৭) প্রশ্ন: বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়?
উত্তর: ২২ এপ্রিল।
৮) প্রশ্ন: ঝুম একটি কি?
উত্তর: একটি চাষের পদ্ধতি, যা পাহাড়ি এলাকায় ধাপ কেটে করা হয়।
৯) প্রশ্ন: আনন্দমঠ গ্রন্থের লেখক কে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১০) প্রশ্ন: ভিটামিন A-র ঘাটতি হলে কোন রোগটি হয়?
উত্তর: রাতকানা।
১১) প্রশ্ন: সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি?
উত্তর: শুক্র গ্রহ (৩৯০° সে.)।
১২) প্রশ্ন: কাল রাজসভা ‘নবরত্ন’ এর জন্য বিখ্যাত ছিল?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
১৩) প্রশ্ন: আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি?
উত্তর: পোর্ট ব্লেয়ার।
১৪) প্রশ্ন: আয়তনের দিক দিয়ে সবচেয়ে বেশি বন কোন রাজ্যে রয়েছে?
উত্তর: মধ্যপ্রদেশ।
১৫) প্রশ্ন: কোন শব্দকে আমরা লিখতে পারি, কিন্তু পড়তে পারি না?
উত্তর: আপনি যে ভাষা জানেন না, দেখে দেখে লিখতে পারবেন কিন্তু যেটা লিখলেন সেটা পড়তে পারবেন না।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.