সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। এসএসসি ব্যাংকিং অথবা রেলওয়ে যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। এমনকি যারা মেধাবী ছাত্র তারা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞানের প্রশ্নগুলিও জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।
১) প্রশ্নঃ পাসওয়ার্ড কে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ শব্দ সংকেত বা গুপ্ত মন্ত্র।
২) প্রশ্নঃ কোন ভারতীয় জ্যোতির্বিদ পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন?
উত্তরঃ বিজ্ঞানী আর্যভট্ট (Aryabhatta) পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন।
৩) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে গেলে একটিও মশা দেখতে পাবেন না?
উত্তরঃ আইসল্যান্ড দেশে একটিও মশা নেই।
৪) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দামি মসলার নাম কী?
উত্তরঃ জাফরান (Saffron) হলো পৃথিবীর সবচেয়ে দামি মসলা।
৫) প্রশ্নঃ চাঁদের বুকে কারা ইন্টারনেট পৌঁছে দিয়েছে?
উত্তরঃ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) চাঁদের বুকে ইন্টারনেট পৌঁছে দিয়েছে।
৬) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক পরিমাণে কয়লা পাওয়া যায়?
উত্তরঃ রানীগঞ্জে (Raniganj) সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়।
৭) প্রশ্নঃ কোন দেশের প্রধান পানীয় নারকেলের জল?
উত্তরঃ গুয়াতেমালা (মধ্য আমেরিকার দেশ)।
৮) প্রশ্নঃ কোন দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ললিউড বলা হয়?
উত্তরঃ পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ললিউড বলা হয়।
৯) প্রশ্নঃ লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং (Bhagat Singh) কাকে গুলি করে হত্যা করেছিলেন?
উত্তরঃ ব্রিটিশ পুলিশ সুপারিনটেনডেন্ট অফিসার জন স্যান্ডার্সকে।
১০) প্রশ্নঃ ভারতের প্রথম টিভি সিরিয়ালের নাম কী ছিল?
উত্তরঃ হাম লোগ (Hum Log)।
১১) প্রশ্নঃ ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর (ISRO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ বেঙ্গালুরুতে।
১২) প্রশ্নঃ কোন দেশের ট্রেন কখনো এক মিনিটের জন্য লেট করে না?
উত্তরঃ জাপানের রেল।
১৩) প্রশ্নঃ কোন প্রাণী তার মৃত্যুর আগে থেকেই টের পেয়ে যায়?
উত্তরঃ কাঁকড়া বিছা (Scorpion) একমাত্র প্রায় নিজে মৃত্যুর আগে থেকেই বুঝতে পারে।
১৪) প্রশ্নঃ ভারতীয় ১০০ টাকার নোটের উপরে কতগুলি ভাষায় লেখা থাকে?
উত্তরঃ ১৭টি।
১৫) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের মানুষদের বিদেশে যাওয়ার অনুমতি নেই?
উত্তরঃ উত্তর কোরিয়ার (North Korea) মানুষদের বিদেশে যাওয়ার অনুমতি নেই।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.