ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা শেষ করার পর বড় পদে চাকরি করার জন্য বিশেষভাবে প্রস্তুতি নেয়। তারা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি নিয়মিতভাবে জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে এমনই কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, যেগুলো তাদের সহায়ক হতে পারে।
১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে রবিবারে ছুটি দেওয়া হয় না?
উত্তরঃ ইয়েমেন দেশে (Yemen)।
২) প্রশ্নঃ স্নেক আইল্যান্ড কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্রাজিলের একটি উপকূলীয় দ্বীপে প্রচুর পরিমাণে সাপ থাকায় এটি ‘স্নেক আইল্যান্ড’ (Snake Island) নামে পরিচিত।
৩) প্রশ্নঃ ভারতের প্রথম রেলপথ কে আবিষ্কার করেন?
উত্তরঃ ডালহৌসিকে (Dalhousie) ভারতীয় রেলপথের জনক বলা হয় (১৮৫৩ সাল)।
৪) প্রশ্নঃ বিয়ের কত দিন পর একজন দম্পতি ডিভোর্স নিতে পারেন?
উত্তরঃ বিবাহ বিচ্ছেদ আইন অনুযায়ী, বিয়ের ১ বছর পর কোন দম্পতি ডিভোর্সের জন্য আবেদন করতে পারেন।
৫) প্রশ্নঃ ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার কোনটি?
উত্তরঃ দাদাসাহেব ফালকে পুরস্কার।
৬) প্রশ্নঃ ভারতীয় মহাকাশ সংস্থা সূর্যের উপর গবেষণার জন্য কোন মিশন উৎক্ষেপণ করেছে?
উত্তরঃ আদিত্য এল-১ (Aditya L-1)।
৭) প্রশ্নঃ ভারতে রবিবারে সাপ্তাহিক ‘ছুটি’ কে চালু করেছিলেন?
উত্তরঃ মহারাষ্ট্রের শ্রমিক নেতা শ্রীনারায়ণ মেঘাজি লোখান্ডে (Srinarayan Meghaji Lokhande)।
৮) প্রশ্নঃ ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৬৩ সালে।
৯) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম দূরত্বের ট্রেন কোনটি?
উত্তরঃ ভারতের দীর্ঘতম দূরত্বের ট্রেন বিবেক এক্সপ্রেস (Vivek Express)। এই ট্রেন ডিব্রুগড় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত চলে (৮,২৩৪ কিলোমিটার)।
১০) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে একটিও গাছপালা নেই?
উত্তরঃ কাতার ও গ্রিনল্যান্ড (Qatar and Greenland) দেশে গাছপালার সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। বিশ্বব্যাংকের মতে, এসব দেশে একটিও বনজঙ্গল নেই।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.