আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আমির খান। সিনেমাটির ট্রেলার মুক্তির পর তা দর্শক পছন্দও করেছেন বেশ। ট্রেলারে দেখা যায়, আমিরের অন-স্ক্রিন মা তাকে ‘টিঙ্গু’ বলে ডাকছেন, যা পর্দায় তার অভিনীত চরিত্রের স্বল্প উচ্চতা ইঙ্গিত করে। সম্প্রতি জাস্ট টু ফিল্মিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে তিনি তার উচ্চতা নিয়ে ভীত এবং নার্ভাস ছিলেন।
ছবিতে ‘টিঙ্গু’ বলে ডাকা হচ্ছে, নিজের খরচে নিজেকে নিয়ে রসিকতা করতে কি স্বাচ্ছন্দ্য বোধ করেন? এমন প্রশ্ন করা হলে এর জবাবে আমির খান বলেন, ‘আসলে, জাভেদ সাহেব একবার হাস্যরস সম্পর্কে এমন কিছু বলেছিলেন, যার সঙ্গে আমি সত্যিই একমত। তিনি বলেছিলেন যে হাস্যরসের ভালো অনুভূতি কেবল মজা এবং খেলার জন্য নয়, বরং এটা আসলে তখন কাজে আসে যখন আপনি জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমার মনে হয় আমার সব সময়ই সেই ক্ষমতা ছিল এবং এটা ছবির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।’
এ সময় তাঁর উচ্চতা প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমি খুব ভয় পেয়েছিলাম।
অমিত জি ছিলেন এক নম্বর অভিনেতা। তিনি ছয় ফুটেরও বেশি লম্বা ছিলেন। বিনোদ জি, শত্রুঘ্ন সিনহা—সবাই খুব লম্বা ছিলেন। তাই আমি
নার্ভাস ছিলাম, তখন ভাবতাম আমার মতো স্বল্প উচ্চতার অভিনেতার সুযোগ পাবে কি না।
আমি এটা নিয়ে খুব চিন্তিত থাকতাম। কিন্তু দেখা গেল, সব কিছু ঠিকঠাকভাবেই হয়ে গেল।’
প্রসঙ্গত, ‘সিতারে জামিন পার’ ছবিতে আমির খানকে দেখা যাবে একজন বাস্কেটবল কোচের ভূমিকায়, যিনি কি না শাস্তি হিসেবে নিউরোডাইভার্জেন্ট শিশুদের একটি দলকে একটি টুর্নামেন্টের জন্য প্রশিক্ষণ দিতে বাধ্য হয়।
আরএস প্রসন্ন পরিচালিত এই ছবিটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনস’-এর রিমেক এবং এতে দশজন নবাগত অভিনেতা অভিনয় করেছেন- আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর। ছবিটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.