যেকোনো চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর খুবই প্রয়োজন। কেননা এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং আরো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ কোন দেশের মানুষ শয়তানের পূজা করে?
উত্তরঃ দক্ষিণ আমেরিকার মধ্যভাগে অবস্থিত বলিভিয়া (Bolivia) দেশের মানুষ শয়তানের পূজা করে।
২) প্রশ্নঃ ভারতের কর্ণাটক রাজ্যের পূর্ব নাম কী ছিল?
উত্তরঃ কর্ণাটক (Karnataka) রাজ্যের পূর্ব নাম ছিল মহীশূর।
৩) প্রশ্নঃ ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়?
উত্তরঃ ভার্গিস কুরিয়েনকে (Varghese Kurien) ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়।
৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি পাকিস্তান দেশের চেয়েও ধনী?
উত্তরঃ মহারাষ্ট্র রাজ্য পাকিস্তান দেশের চেয়েও ধনী।
৫) প্রশ্নঃ ভারতের কোন নদীকে সবচেয়ে পরিষ্কার জলের নদী বলা হয়?
উত্তরঃ মেঘালয়ের উমঙ্গট (Umngot) নদীকে সবচেয়ে পরিষ্কার জলের নদী বলা হয়। এই নদীর জল এতটাই পরিষ্কার যে এর উপর থেকে তলদেশ পর্যন্ত পরিষ্কার ভাবে দেখতে পাওয়া যায়।
৬) প্রশ্নঃ ভারতের কোন শহরের পুলিশ সাদা রঙের পোশাক পরে?
উত্তরঃ শুধুমাত্র কলকাতার শহরের পুলিশ সাদা রঙের পোশাক পরে।
৭) প্রশ্নঃ ভারতের কোন সংবাদপত্র সবচেয়ে বেশি বিক্রি হয়?
উত্তরঃ রিপোর্ট অনুযায়ী, দ্য টাইমস অফ ইন্ডিয়া (The Times of India) নামক সংবাদপত্র ভারতে সবথেকে বেশি বিক্রি হয়।
৮) প্রশ্নঃ বিধবা বিবাহ আইন (Widow Marriage Act) কবে চালু হয়েছিল?
উত্তরঃ ১৮৫৬ সালে তৎকালীন ভারতের গভর্নর লর্ড ডালহৌসির সহায়তায় বিধবা বিবাহ আইন চালু হয়।
৯) প্রশ্নঃ কোন দেশে প্রথম বাইক চালানো শুরু হয়েছিল?
উত্তরঃ জার্মানি।
১০) প্রশ্নঃ কোন গাছ মানুষের সাথে কথা বলে?
উত্তরঃ তুড়িচন্ডাল (Turichandal) নামে একপ্রকার কবিরাজী গাছ রয়েছে। এই গাছ মানুষের সাথে কথা বলতে পারে। এখানে বলে রাখা ভালো, কথা বলা মানে তুড়ি বাজালেই এই উদ্ভিদের ছোট পাতা গুলো নড়তে থাকে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.