ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় একাধিক পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ঈদগাহে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত পাগলা থানা এলাকার ৯ নম্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের দিন (চাঁদ দেখা সাপেক্ষে) ১৪৪ ধারা জারির নির্দেশ দেওয়া হয়।
রোববার (৩০ মার্চ) বিকেলে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, ৯ নন্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে (১ শাওয়াল ১৪৪৬) একাধিক পক্ষ হতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা বিদ্যমান রয়েছে। এমতাবস্থায় সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে অর্পিত ক্ষমতাবলে আমি এনএম. আবদুল্লাহ- আল- মামুন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গফরগাঁও, ময়মনসিংহ অত্র এলাকায় ১৪৪ ধারা জারি করলাম।
এতে আরও বলা হয়, ওই এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশি অস্ত্র বহন ও প্রদর্শন আতশবাজি, পটকা, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, তিনজনের বেশি ব্যক্তি একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।
আমান উল্লাহ আকন্দ/আরএআর
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.