কক্সবাজার বেড়াতে গিয়ে মানিব্যাগ হারিয়ে ফেলা রাশিয়ান তরুণীর ব্যাগ উদ্ধার করে প্রশংসায় ভাসছে ট্যুরিস্ট পুলিশ। আর এই ব্যাগ খুঁজতে মাত্র দুদিন সময় নিয়েছে পুলিশের সদস্যরা। তাদের আন্তরিক প্রচেষ্টা ও সফলতার জন্য বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাশিয়ান তরুণী।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ টুরিস্ট পুলিশের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, রাশিয়া থেকে আগত মিস মনিকা কবির ২৩ ফেব্রুয়ারি তার বিদেশি টাকা, ভিসা কার্ড, রাশিয়ার আইডি কার্ডসহ ব্যক্তিগত মানিব্যাগ কক্সবাজারে ঘুরতে গিয়ে টমটমে থাকা অবস্থায় হারিয়ে ফেলেন। পরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের একটা বিশেষ টিম অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নির্দেশনায় মাত্র দুইদিনের মধ্যে রাশিয়ান নাগরিকের হারিয়ে যাওয়া বিদেশি টাকাসহ মানিব্যাগটি উদ্ধার করতে সমর্থ হয়।
জানা গেল রাশিয়ান তরুণীর সঙ্গে কক্সবাজারে কী ঘটেছিল
তরুণী মানিব্যাগটি ফিরে পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন। এসময় তিনি কক্সবাজার ও বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকেও ধন্যবাদ জানাতে ভোলেননি। টুরিস্ট পুলিশের ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, রাশিয়ান নাগরিককে তার মানিব্যাগটি বুঝিয়ে দেওয়া হয়েছে। এগুলো পেয়ে রাশিয়ান ওই তরুণী ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিকে রাশিয়ান নাগরিকের মানিব্যাগ এত দ্রুত উদ্ধার করায় নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছে ট্যুরিস্ট পুলিশ। শামিম রহমান নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘স্যালুট পুলিশ বাহিনীকে, বিদেশি নাগরিকের কাছে দেশের মান রক্ষা করায়। এত দ্রুত মানিব্যাগটি উদ্ধার করায় ধন্যবাদ।’
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.