গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার টেংরাখোলা বাজারে দীর্ঘদিন ধরে যানজটের কারণে স্থানীয় বাসিন্দারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। যানজট নিরসনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে।
এই সমস্যা সমাধানে মুকসুদপুর পৌরসভার প্রশাসক তাসনিম আক্তারের নির্দেশে শুক্রবার দুপুরে যানজট নিরসনে জরুরি বিজ্ঞপ্তি প্রচার করা হয়।
ইজিবাইক পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানসমূহ:
১. চৌরঙ্গী মোড়: উজানীগামী সকল ইজিবাইককে হাসপাতালের দক্ষিণ পাশে টেংরাখোলা-উজানী রোডে পার্কিং করতে হবে।
২. বনগ্রাম, বাটিকামারী ও বরইতলা রুট: এই রুটের ইজিবাইকগুলোকে কমলাপুর ব্রিজের পূর্ব পাশে পার্কিং করতে হবে।
3. সোনালী ব্যাংকের মোড়: এখানে থাকা ইজিবাইকগুলোকে ফায়ার সার্ভিসের সামনে মুক্তিযোদ্ধা ভবনের পাশে পার্কিং করতে হবে।
4. সদর জামে মসজিদ (চন্ডীবদ্দী) ইজিবাইক স্ট্যান্ড: এ স্ট্যান্ডের সকল ইজিবাইক পৌর ভবন রোডে রাখতে হবে।
এছাড়া, টেংরাখোলা বাজারের সকল ব্যবসায়ীকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মানুষের চলাচলের পথে কোনো মালামাল রাখতে পারবেন না। পৌর প্রশাসনের ঘোষণায় আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত নিয়মের বাইরে কেউ যদি অনিয়ম করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সিদ্ধান্ত কার্যকরের সঙ্গে সঙ্গে পৌরবাসীর মধ্যে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। যানজটমুক্ত নির্বিঘ্ন চলাচলের প্রত্যাশায় সাধারণ মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সায়মা ইসলাম
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.