ঢাকার ভয়াবহ বায়ুদূষণ
ঢাকার ভয়াবহ বায়ুদূষণ: শীর্ষে রাজধানী
শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশের রাজধানী ঢাকা ভয়াবহ বায়ুদূষণের শীর্ষে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (AQI) ২৭৭ স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বিপজ্জনক এলাকাগুলো
মাদানি সরণি, বেইজ এজওয়াটার (AQI: ৪০৮)
মিরপুর, ইস্টার্ন হাউজিং (AQI: ৩৩০)
সাভার, হেমায়েতপুর (AQI: ৩৩০)
ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (AQI: ৩৩০)
বিশ্বের অন্যান্য দূষিত শহর
? পাকিস্তানের করাচি (AQI: ১৯৯)
? উগান্ডার কাম্পালা (AQI: ১৮০)
? নেপালের কাঠমান্ডু (AQI: ১৭৮)
? ভারতের দিল্লি (AQI: ১৭৭)
কেন এত দূষণ?
ঢাকার ভয়াবহ বায়ুদূষণের প্রধান কারণ:
কলকারখানা ও যানবাহনের ধোঁয়া
ইটভাটার দূষণ
বর্জ্য পোড়ানো
সতর্কতা ও করণীয়
✅ বাইরে শরীরচর্চা এড়িয়ে চলুন
✅ জানালা-দরজা বন্ধ রাখুন
✅ বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন
সংবাদ সূত্র: আইকিউএয়ার
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.