গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার রাত ৩টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে আহতদের খোঁজখবর নেন তারা। আহতদের সুচিকিৎসার দাবি জানান এবং হামলার ঘটনায় দ্রুত বিচার দাবি করেন।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। এর প্রতিবাদে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।
শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, মসজিদের মাইকে “ডাকাত পড়েছে” বলে ঘোষণা দেওয়া হলে আশপাশের লোকজন জড়ো হন। এরপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ঘিরে ধরে হামলা চালান। এতে ১৫ জন আহত হন।
গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর আহ্বায়ক মো. নাবিল বলেন, “ছাত্রদের ওপর এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার না হলে, আমরা ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি ঘোষণা করব।”
গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, “এই ঘটনায় সকাল ১০টা পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।”
বিস্তারিত আসছে…
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.