এতে যে অতিরিক্ত ব্যয় হবে, এটা কীভাবে সমাল দেবেন? এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে।
জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি। এখন আমরা যেটা দিচ্ছি, এটা একেবারেই নয়, এসব লোক একেবারেই বঞ্চিত হয়েছে। পে কমিশন করে সামনে পে বাড়াব, এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না।
এটা আমাদের কাজও না।
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে, এর আগে ২০১৫ সালে পে কমিশন হয়েছে।
তবে কি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে সাহেলউদ্দিন আহমেদ মাথা নেড়ে ‘না’ সূচক উত্তর প্রদান করেন। তিনি বলেন, ‘কেবল স্কুল-কলেজের শিক্ষকদের ওভারটাইম, অন্যান্য কিছু বিষয় আমরা দেখব, যদি সম্ভব হয়।
এটি অবশ্যই ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না।’
অর্থ উপদেষ্টা আরো বলেন, ‘আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্ধ কমাব না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজকল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাব না। আমাদেরকে অর্থদাতারাও বলেছে, তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এইসব খাতে বরাদ্দ কমাবে না।’
সূত্র : বিবিসি বাংলা
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.