আগামী ২০ জানুয়ারি ঘিরে ভারত ও বাংলাদেশের রাজনীতিতে বাড়ছে কৌতূহল। বিশেষ করে, ভারতের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সাম্প্রতিক বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অগ্নিমিত্রা পাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ড. ইউনুসের সমালোচনা করে বলেন, “২০ তারিখের পরে বাংলাদেশের পরিস্থিতি বদলাবে। শেখ হাসিনা দেশে ফিরবেন। তবে মোহাম্মদ ইউনুস কোথায় থাকবেন, সেটাই বড় প্রশ্ন।” তিনি অভিযোগ করেন, বাংলাদেশের গরীব ও অর্ধশিক্ষিত জনগণকে ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা চলছে।
বিজেপি নেত্রী আরও বলেন, “বাংলাদেশ ও পাকিস্তান একসময় ভারতের অখণ্ড অংশ ছিল। আজকের বিভক্তি জওহরলাল নেহেরু ও মহাত্মা গান্ধীর রাজনৈতিক সিদ্ধান্তের ফল। ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে কিনা, তা কেন্দ্রীয় সরকার ঠিক করবে।”
এদিকে, নেটিজেনরা মনে করছেন, অগ্নিমিত্রা পালের বক্তব্য শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণকে ঘিরে আওয়ামী লীগ ও বিজেপির নির্ভরশীলতার ধারণাও নেটিজেনরা নস্যাৎ করছেন।
গুজব রয়েছে, ট্রাম্পের ক্ষমতায় ফেরা শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে। যদিও বিরোধীরা এই ধারণাকে দিবাস্বপ্ন হিসেবে আখ্যা দিয়েছেন।
আগামী ২০ তারিখে কী ঘটতে চলেছে, সেটাই এখন দুই দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত প্রশ্ন।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.