রংপুরের তারাগঞ্জে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের তীব্র প্রতিবাদে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, যার ফলে মাঠে খেলা বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার বেলা ২টায় তারাগঞ্জের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসন এই আদেশ জারি করে। ওই দিন বিকেল ৩টায় জয়পুরহাট জেলা এবং রাজশাহী জেলার নারী ফুটবল দলের মধ্যে খেলা হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি আশরাফ আলী তার নেতৃত্বে কিছু নেতাকর্মী মাঠে গিয়ে খেলা বন্ধের দাবি জানান এবং প্রশাসনের কাছে আপত্তি জানান। পরে তারা মাঠেই অবস্থান নেন। এই অবস্থায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজকদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপজেলা অডিটোরিয়ামে বৈঠকে বসেন। বৈঠকে পুলিশ ও সেনাবাহিনীও উপস্থিত ছিলেন।
রংপুর পুলিশ সুপার আবু সাইম জানান, বৈঠকে দুইপক্ষের অবস্থান অপরিবর্তিত থাকার পর, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুপুর ২টা থেকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হয়, যার ফলে খেলা বন্ধ হয়ে যায়।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.