কিশোরগঞ্জে একটি ওয়াজ মাহফিল চলাকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের ছোড়া এয়ারগানের গুলিতে দুজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে শহরের চরশোলাকিয়া এলাকায়।
মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদরাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিল চলছিল। রাত ১২টার দিকে, মাহফিল মঞ্চে ওঠার সময় পাশের অন্ধকার জায়গা থেকে অজ্ঞাত ব্যক্তিরা এয়ারগান দিয়ে গুলি ছোড়ে।
এ ঘটনায় আহত হন মাদরাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং আগত বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)। স্থানীয়রা তাদের দ্রুত কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “অজ্ঞাত ব্যক্তিরা এয়ারগান দিয়ে গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
এই ধরনের ঘটনা ওয়াজ মাহফিলের মতো ধর্মীয় অনুষ্ঠানের পরিবেশকে বিষাক্ত করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা এ ঘটনার দ্রুত তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ ঘটনাটির পেছনে সম্ভাব্য কারণ ও উদ্দেশ্য অনুসন্ধান করছে। এছাড়া এ ধরনের জনসমাগমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।
ওয়াজ মাহফিলের মতো পবিত্র আয়োজনে এমন হামলার ঘটনা দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। স্থানীয়দের আশা, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করবে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.