বাংলা চলচিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার একমাত্র মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। চলচ্চিত্রে তাকে এখন আর দেখা মিলে না। আজ ১ ডিসেম্বর তার জন্মদিন। বিশেষ এই দিনে জানালেন খুব শিগগিরই চলচ্চিত্রে ফিরছেন তিনি। জন্মদিনকে ঘিরে স্বল্পপরিসর কাছের মানুষদের নিয়ে কেক কাটবেন বলে জানা যায়।
চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে রুমানা ইসলাম মুক্তি বলেন, “অনেক কাজ করতে হবে এমন কোনো ইচ্ছা ছিল না। তবে সামনে হয়তো আমাকে কয়েকটি সিনেমায় দেখবেন দর্শক। ইচ্ছা আছে ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করার। কারণ এখনো দর্শকদের সঙ্গে দেখা হলে অনেকেই বলেন, আপনার ওই সিনেমাটা খুব ভালো ছিল। কেউ কেউ আমার সিনেমায় চরিত্রটিও দেখি মনে রেখেছেন। এটি দেখে মনে হয় আসলে আরো বেশি কাজ করা উচিত ছিল। দর্শকের এ ভালোবাসার কোনো মূল্য হয় না। তাদের এ ভালোবাসা প্রতিদান দিতে পারব না।”
বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করতে রাজি নয় এই নায়িকা। এ প্রসঙ্গে তিনি বলেন, “সিনেমার প্রস্তাব তো অনেক পাচ্ছি। ভালো সিনেমা হলে করব। তবে আমি আগেই বলেছি, আমি বাণিজ্যিক ঘরানায় যেতে চাচ্ছি না। যদি অফট্র্যাকে ছবি হয়, ভালো ছবি হয়, তাহলে করব। কিন্তু আমি কমার্শিয়ালে যাব না। আমি আসলে বাণিজ্যিক সিনেমার জন্য উপযুক্ত নই। খোলামেলা পোশাক পরতে হয়। যেটা প্রয়োজন। আমি বেশির ভাগই করেছি অফট্র্যাক টাইপের ছবি। যেমন ‘পদ্মা নদীর মাঝি’। এটাতে শিশুশিল্পী হিসেবে আমি অভিনয় করেছিলাম। এরপর ‘চাঁদের আলো’ করলাম। এরপর হুমায়ুন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’। তারপর করলাম ‘হাছন রাজা’। এ ধরনের সামাজিক কাহিনী নির্ভর ছবিগুলোই আমার ভালো লাগে।”
চিত্রপরিচালক গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মানদীর মাঝি’ চলচ্চিত্রে কপিলার (চম্পার) মেয়ে গোপী চরিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে মুক্তির বড় পর্দায় আগমন। ১৯৯৩ সালে সিনেমাটি মুক্তির আগেই ১৯৯২ সালে তার দ্বিতীয় সিনেমা শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘চাঁদের আলো’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এটি মুক্তি পাওয়ার পর বেশ আলোচনায় চলে আসেন তিনি। মাত্র ১২ বছর বয়সে চিত্রনায়ক ওমর সানীর নায়িকা হিসেবে ‘চাঁদের আলো’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেন তিনি।
এরপর ফজলে হক পরিচালিত ‘লড়াই’, প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’, চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’, রায়হান মুজিবের ‘জগৎ সংসার’, ‘দারোয়ানের ছেলে’, ‘তুমি আমার স্বামী’, এফ আই মানিকের ‘পিতা মাতার আমানত’সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হন।
বর্তমানে মা আনোয়ারা এবং একমাত্র মেয়ে কারিমা ইসলাম দরদীকে নিয়েই দিন কাটাচ্ছেন মুক্তি । চলচ্চিত্রে অভিনয়ে না থাকলেও হাল সময়ে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিলছে তার।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.