গোপাল হালদার, পটুয়াখালী : গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগের আয়করা যত টাকা আছে তা দিয়ে এখন দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা, বিএনপির মহাসচিব জাতীয় ঐক্যের কথা বলেছেন। কারণ পট পরবর্তনের পরে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে বিভক্ত হয়ে পড়লে ফ্যাসিবাদ দ্রুত কামব্যাক করবে।’
আজ বিকালে বিএনপি নেতা শহীদ মো: শাহজাহান খানের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
ভিপি নুরুল হক নুর আরও বলেন, আবারও ফ্যাসিবাদের দেশে ভয়ংকর দিকে পতিত হবে। আগামীর গণতান্ত্রিক বাংলাদেশে আওয়ামী লীগের কোন জায়গা হবে না। আওয়ামী লীগের নামে কোন মিছিল মিটিং করলে সকলে মিলে রুখে দিতে হবে। যারা যুগপৎ আন্দোলনে ভূমিকা রাখছে তাদের মধ্যে বিভেদ ও অনৈক্য থাকলে ফ্যাসিস্টরা ফায়দা লুটবে। তাই বর্তমানে যে ঐক্য হচ্ছে সেখানে কোন বিভেদ হতে দিবো না।
তিনি বলেন, পটুয়াখালী-৩ আসন (গলাচিপা -দশমিনা) হিন্দু মুসলিম ইস্যুকে কেন্দ্র করে সংঘাত বা উসকানি যাতে না ঘটে। প্রধান খুটি সৈরাচার সরকার আওয়ামী লীগ। বাংলাদেশে প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধান খুটি বা সাপোর্ট ছিলো সৈরাচার আওয়ামী লীগ সরকার। স্বৈরাচার সরকারের পতনের পর ভারত এখানে (বাংলাদেশ) সংখ্যালঘু ইস্যুসহ নানান ইস্যুতে অস্থিরতা তৈরি করে একটি ফায়দা লোটার চেষ্টা করছে।
গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শিপলু খান, শহীদের স্ত্রী মিসেস শাহজাহানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনেরত বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
২০২২ সালে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগদিতে গিয়ে স্বৈরাচার সরকারের আঘাতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: শাহজাহান খান শহীদ হন।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.