অভিনেতা শাহরুখ খান এবং প্রযোজক গৌরী খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খান বাবা শাহরুখের ধর্ম ইসলামকে বেছে নিয়েছিলেন নিজের ধর্ম হিসেবে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি জানালেন তার মা গৌরী খান।
সম্প্রতি গৌরী খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন কেন আরিয়ান খান শাহরুখ খানের ধর্ম বেছে নিয়েছেন। তিনি বলেন, “আমরা নিজেদের ধর্মে সমতা বজায় রেখেছি এবং একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি, তবে কখনও ধর্ম পরিবর্তন করতে হয়নি। প্রত্যেকেরই নিজস্ব ধর্ম রয়েছে, তাই ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে সবাই নিজেদের ধর্ম মেনে চলে।” গৌরী আরও বলেছিলেন, আরিয়ান তার বাবাকে অনুসরণ করে এবং নিজের পরিচয়ে মুসলিম বলে পরিচিতি পায়। যদিও গৌরী নিজের ধর্ম পরিবর্তন করেননি, কিন্তু তিনি শাহরুখের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।
আরিয়ান নিজের দৈনন্দিন জীবনে মায়ের মতো প্রথম প্রার্থনা করেন, তারপর বাবার মতো। অভিনয়ে আগ্রহ না থাকলেও, আরিয়ানের ছবি পরিচালনায় আগ্রহ রয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৯ নভেম্বর) সামাজিক মাধ্যমে নেটফ্লিক্স ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, আরিয়ান খানের পরিচালনায় বলিউডের রঙিন দুনিয়া সিরিজ আকারে অন্যভাবে ধরা দেবে এই ওটিটি প্ল্যাটফর্মে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.