বাংলাদেশ আওয়ামীলীগ শীঘ্রই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার পরিকল্পনা করছে।
গত শুক্রবার (২৫ অক্টোবর) ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা দলের নেতাদের একত্রিত করার কাজ করছি এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করা হচ্ছে। আগামী দুই সপ্তাহ বা এক মাসের মধ্যে আন্দোলনে নামতে পারি।”
শফিউল আলম আরও জানান, বর্তমান সরকার সম্পূর্ণ অসাংবিধানিক এবং সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভের মাধ্যমে তাদের ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা নেই। তিনি বলেন, “আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সাথে বসতে আগ্রহী নয়।”
মাস খানেক আগে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং এরপর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাও দেশ ছাড়েন, তাদের মধ্যে শফিউল আলম চৌধুরী নাদেলও রয়েছেন।
আওয়ামী লীগের নতুন আন্দোলন রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে, যা দেশের বর্তমান পরিস্থিতিকে আরও তীব্র করবে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.