যশোরের অভয়নগরে বালিচাপা অবস্থায় শরিফুল ইসলাম সাকিব (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে অভয়নগরের একতারপুর পূর্ব পাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সাকিব ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, ১৭ সেপ্টেম্বর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার বিকেলে প্রতিবেশী মোমেনা বেগম সাকিবদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পচা দুর্গন্ধ পান। একপর্যায়ে তাদের নির্মাণাধীন বাড়ির একটি রুমে হাত-পায়ের ও লুঙ্গির কিছু অংশ দেখতে পান তিনি। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে দেখতে পান সাকিবের মরদেহ বালিভর্তি বস্তায় রাখা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর থেকে তার বাবা মজিবর পলাতক।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.