সাবেক স্বৈরাচার সরকারের সময়ে মাকে নিয়ে সমালোচনার মুখে পড়েন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ‘আবেদ আলী কাণ্ডে’ প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনা শুরু হওয়ার পর গুজব ছড়ায় তার মা এসবের সঙ্গে জড়িত। অবশ্য পোস্ট দিয়ে ও অনুসন্ধানে বেরিয়ে এসেছে তাহসান খানের মা এসবের সঙ্গে যুক্ত নন।
এবার আবারও নতুন খবরে এলেন তাহসানের মা। তবে এবারের আলোচনা ভিন্ন। নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের কাজ চলছে। এই পুনর্গঠনের জন্য সার্চ কমিটির সদস্য পদ পেয়েছেন তাহসানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাহসানের মা ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) অষ্টম চেয়ারম্যান ছিলেন জিন্নাতুন নেছা তাহমিদা বেগম। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতক পাস করেন তিনি। পরবর্তীতে ১৯৭৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তাহসানের মা।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.