রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রকাশ্যে জবাই’ শিরোনামে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে— সেটি ‘জবাই করার ভিডিও নয়’ বলে নিশ্চিত করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানিয়েছেন, বুধবার থেকে ভুল তথ্যসহ ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এক সপ্তাহ আগের একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে।
গত ২৪ অক্টোবর সকালে আদাবরের শেখেরটেক এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে একজনকে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয় টিনের চালার ওপর। পরে আহত ওই যুবকের গ্রুপের সদস্যরা তাকে চালা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যায়। ছড়িয়ে পড়া ভিডিওটি তখনকার। ওই সময়কার ধারণ করা একটি ভিডিওকে ‘প্রকাশ্যে জবাই’ বলে প্রচার করা হচ্ছে। সেখানে কাউকে জবাই করা হয়নি, কেউ মারাও যায়নি। বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।
ওই ঘটনায় পুলিশের কাছে কেউ অভিযোগ করেনি জানিয়ে ওসি ইমতিয়াজ বলেন, আহত ছেলেটিও একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তার নামেও একাধিক মামলা রয়েছে, তাই কেউই থানায় অভিযোগ করেননি। বিষয়টি জানাজানি হলে আমরা আহত যুবকের খোঁজ করেছি। কিন্তু তাকে এখনও পাওয়া যায়নি। তবে হামলাকারীদের মধ্যে আল-আমিন ও রিয়া নামের দুজন সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পভিত্তিক মাদক কারবার নিয়ন্ত্রণ নিয়ে কয়েকটি পক্ষের মধ্যে প্রায় প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে। ওই ক্যাম্পসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যৌথবাহিনী ৫৪ জনকে গ্রেফতার করেছে গত কয়েক দিনে। যাদের মধ্যে ছাদের চালার ওপর যুবককে ছুরিকাঘাত করা আট সদস্য রয়েছেন বলেও জানিয়েছেন ওসি ইমতিয়াজ।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.