চাকরির ইন্টারভিউগুলি সব সময় খবরের শিরোনামে থাকে। আসলে ইন্টারভিউ চলাকালীন প্রার্থীদের এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান। তবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনিও উত্তর দিতে পারবেন। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আসা হয়েছে, যা বিগত কয়েক বছরের ইন্টারভিউগুলিতে করা হয়েছিল…
series
১) প্রশ্নঃ কোন ভারতীয় রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তরঃ বিহার রাজ্যের জনঘনত্ব কিলোমিটারে ১১০৬ জন, যা সবচাইতে বেশি।
২) প্রশ্নঃ ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণী মানচিত্র তৈরি করেন কে?
উত্তরঃ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা রেখাটি র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। এটির স্থপতি স্যার সিরিল র্যাডক্লিফের নামে নামকরণ করা হয়েছিল।
৩) প্রশ্নঃ বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী কোন ধাতু?
উত্তরঃ রূপা হল সবচেয়ে বৈদ্যুতিক পরিবাহী ধাতু।
৪) প্রশ্নঃ একটি কাটা আপেলের রং কিছু সময় পর বাদামি হয়ে যায় কেন?
উত্তরঃ এর কারণ এটি বাতাসের সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড গঠন করে।
৫) প্রশ্নঃ করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে কোন ব্যাঙ্ক ‘জরুরী ঋণ’ সুবিধা চালু করেছিল।
উত্তরঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
৬) প্রশ্নঃ ভারতের কোন দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়?
উত্তরঃ ২৩ শে মার্চ। ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুর বলিদানকে সম্মান জানিয়ে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয়।
৭) প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কবে ও কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উত্তরঃ পলাশীর বিখ্যাত যুদ্ধ ১৭৫৭ সালে বাংলার শেষ স্বাধীন শাসক, নবাব সিরাজ উদ-দৌলা এবং লর্ড ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল।
৮) প্রশ্নঃ যে গাছপালা শুষ্ক অবস্থায় বেড়ে ওঠে তাকে কি বলা হয়?
উত্তরঃ জেরোফাইটস।
৯) প্রশ্নঃ পঞ্চতন্ত্রের রচয়িতা কে?
উত্তরঃ বিষ্ণু শর্মা হলেন পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা, যা মূলত সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল।
মহেশ ভাটের আসল চেহারা ফাঁস করে দিলেন সুস্মিতা সেন
১০) প্রশ্নঃ মেয়েরা কোন জিনিসটা মুখে নিলে ছেলেরা খুশি হয়?
উত্তরঃ মেয়েরা ছেলেদের নাম ধরে ডাকলে ছেলেরা খুব খুশি হয় (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.