আশ্চর্যজনক এক ঘটনার সাক্ষী হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালটিতে জন্ম হয়েছে ১৮ যমজ শিশুর। একই হাসপাতালে এমন ঘটনা অতীতে কখনও ঘটেছে কি না, তা ইতিহাস ঘেঁটে দেখার মতোই একটি বিষয়।
হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, নবজাতকদের মধ্যে ১১ জনই কন্যাকন্তান, বাকি ৭ জন পুত্রসন্তান। জন্মের পর থেকে কারও কোনও শারীরিক অসুস্থতা দেখা যায়নি এখন পর্যন্ত। সুস্থ রয়েছেন মায়েরাও। অবশ্য, চার শিশুর ওজন স্বাভাবিকের থেকে কম রয়েছে। তাদের এনআইসিইউ-তে রাখা হয়েছে। তবে, শারীরিক অবস্থা খারাপ নয়।
তিনি বলেন, যমজ শিশুর জন্ম সব সময়ই ঝুঁকিপূর্ণ। সিনিয়র ডাক্তারদের সঙ্গে হাত মিলিয়ে এই অসাধ্য সাধন করেছেন জুনিয়র ডাক্তাররাও। এদিকে একেবারে ১৮ যমজ শিশুর জন্মে খুশির জোয়ারে ভাসছে পুরো হাসপাতালই।
হাসপাতালটির প্রসূতি বিভাগের প্রধান মলয় সরকার জানান, বর্ধমানের অনেক গর্ভবতীকেই এ হাসপাতালে রেফার করা হয়। ফলে ভিড় থাকে প্রচুর। বহু ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয়। পরিসংখ্যান বলছে, গড়ে ৮০টি প্রসবের মধ্যে একটি ক্ষেত্রে যমজ সন্তান জন্মায়। কিন্তু এবারে ছবিটা একেবারে ভিন্ন। এছাড়া একটি ছাড়া বাকি সব প্রসব হয়েছে সিজারিয়ান পদ্ধতিতে।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.