বিভিন্ন সরকারি হোক বা বেসরকারি চাকরি পরীক্ষার জন্য সারাবছর ছাত্রছাত্রীরা বিশেষভাবে প্রস্তুতি নিয়ে থাকে। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এই সময় যারা ইন্টারভিউ নেন, তারা প্রার্থীদের উপস্থিত বুদ্ধির জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যাতে তারা বিভ্রান্ত হন। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে…
১) প্রশ্ন: তাজমহলের আসল নাম কি?
উত্তর: মুমতাজ মহল।
২) প্রশ্ন: মাদার টেরিজা কোন দেশের মানুষ ছিলেন?
উত্তর: মেসিডোনিয়া।
৩) প্রশ্ন: পৃথিবীর কত শতাংশ মানুষ ডানহাতি?
উত্তর: ৮১ শতাংশ মানুষ ডানহাতি।
৪) প্রশ্ন: কলকাতা ভারতের রাজধানী ছিল কত সাল পর্যন্ত?
উত্তর: ১৯১১ সাল।
৫) প্রশ্ন: গান্ধীজির স্ত্রীর নাম কি ছিল?
উত্তর: কস্তুরবা গান্ধী।
৬) প্রশ্ন: কে সব সময় দৌড়ে চলে, কখনো থামেনা?
উত্তর: ঘড়িতে সেকেন্ডের কাঁটা।
৭) প্রশ্ন: পৃথিবীর প্রথম করোনা মুক্ত দেশের নাম কী?
উত্তর: নিউজিল্যান্ড।
৮) প্রশ্ন: আইসক্রিম কোন দেশের মানুষেরা প্রথম তৈরি করেছিল?
উত্তর: চীন দেশের মানুষেরা।
৯) প্রশ্ন: কোন জিনিস আপনি কাউকে দিলে আপনাকেই সামলে রাখতে হয়?
উত্তর: প্রতিশ্রুতি।
১০) প্রশ্ন: ভারতের এমন কোন শহর, যাকে উল্টো লিখলেও একই দেখায়?
উত্তর: কটক (উড়িষ্যার একটি শহর)।
১১) প্রশ্ন: কোন জিনিস জল খেলেই মারা যায়?
উত্তর: জল তেষ্টা বা পিপাসা জল খেলেই মারা যায়।
১২) প্রশ্ন: পৃথিবীর দিন ও রাতের মাঝে রেখটিকে কী বলে?
উত্তর: টার্মিনেটর।
১৩) প্রশ্ন: এমন কোন জিনিস আছে যার জন্ম থেকেই বুড়ো?
উত্তর: আমাদের বুড়ো আঙুল।
১৪) প্রশ্ন: কোন বয়সে ছেলেদের উচ্চতা সবথেকে তাড়াতাড়ি বৃদ্ধি পায়?
উত্তর: ১৩-১৭ বছরের মধ্যে।
১৫) প্রশ্ন: এমন কী জিনিস আছে যা ছেলেদের বড় হয়, কিন্তু মেয়েদের বড় হয় না?
উত্তর: দাড়ি গোঁফ (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.