দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। শনিবার (১৯ জুলাই) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বাবা প্রিন্স খালেদ বিন তালাল। খবর গালফ নিউজের।
২০০৫ সালে যুক্তরাজ্যের লন্ডনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন ১৫ বছর বয়সী আল-ওয়ালিদ। সে সময় তিনি লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন। দুর্ঘটনায় তাঁর মস্তিষ্কে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, যার পর থেকেই তিনি কোমায় ছিলেন।
এরপর দীর্ঘ সময় ধরে হাসপাতালে অচেতন অবস্থায় কাটে তাঁর জীবন। সৌদি রাজপরিবারের এই সদস্যকে সবাই চেনেন ‘দ্য স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজকুমার’ নামে।
২০১৯ সালে তাঁর পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোমায় থেকেও প্রিন্স আল-ওয়ালিদ সামান্যভাবে আঙুল নাড়াতে পারছেন। এতে তাঁর সুস্থতার আশা জাগলেও, যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টাও শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি।
প্রিন্স খালেদ বিন তালাল জানিয়েছেন, রবিবার বাদ আসর রাজধানী রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আল-ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।
প্রিন্স আল-ওয়ালিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে শোকের আবহ নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে #SleepingPrince হ্যাশট্যাগটি।
হাজারো মানুষ তাঁকে স্মরণ করছেন ধৈর্য, বিশ্বাস এবং মা-বাবার নিঃশর্ত ভালোবাসার প্রতীক হিসেবে।