কোনও নামি প্রতিষ্ঠানে বড় পদে চাকরি করা প্রতিটি ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে। কিন্তু তার জন্য প্রয়োজন ভাল ভাবে চাকরির পরীক্ষায় উর্তীর্ণ হওয়া। এজন্য তাদের বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়। পরীক্ষায় পাশ করার পর যখন ইন্টারভিউতে ডাকা হয়।
এইসময় প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যার ফলে অনেকেই ঘাবড়ে যান। যদিও প্রশ্নগুলি কঠিন মনে হলেও তার উত্তর প্রশ্নের মধ্যেই থাকে। এবার এমন কিছু প্রশ্নের উত্তর-সহ একটি তালিকা দেখে নেওয়া যাক…
১) প্রশ্নঃ সূর্যের আলোতে কোন ভিটামিন থাকে?
উত্তরঃ ভিটামিন D
২) প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খালটির নাম কি?
উত্তরঃ সুয়েজ খাল।
৩) প্রশ্নঃ বিধবা বিবাহ আইন কবে পাস হয়েছিল?
উত্তরঃ ১৮৫৬ সালে।
৪) প্রশ্নঃ ফুটবল জগতের কালো হীরে কাকে বলা হয়?
উত্তরঃ পেলে কে।
৫) প্রশ্নঃ লিখিত সংবিধান নেই কোন দেশের?
উত্তরঃ ব্রিটেন।
৬) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?
উত্তরঃ হীরাকুদ বাঁধ।
৭) প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যপাল নিয়োগ করেন কার পরামর্শে?
উত্তরঃ প্রধানমন্ত্রীর পরামর্শে।
৮) প্রশ্নঃ ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ দেরাদুন।
৯) প্রশ্নঃ পৃথিবীতে বৃহত্তম ডাক ব্যবস্থা কোন দেশের লক্ষ্য করা যায়?
উত্তরঃ ভারতবর্ষ।
১০) প্রশ্নঃ রাত্রিবেলায় কোন গ্রহকে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়?
উত্তরঃ শুক্র গ্রহ।
১১) প্রশ্নঃ বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন?
উত্তরঃ শশাঙ্ক।
১২) প্রশ্নঃ চণ্ডীগড় কোন দুটি রাজ্যের রাজধানী?
উত্তরঃ চণ্ডীগড় ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী।
১৩) প্রশ্নঃ ভারতের ‘শেক্সপিয়র’ বলা হয় কাকে?
উত্তরঃ মহাকবি কালিদাস কে।
১৪) প্রশ্নঃ বায়ুমন্ডলের কোন স্তরটি সবথেকে কাছে অবস্থিত?
উত্তরঃ ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমন্ডল।
১৫) প্রশ্নঃ মেয়েরা কোন জিনিসে হাত দিয়ে ২ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি বানিয়ে ফেলে?
উত্তরঃ আটা দিয়ে রুটি বানানোর সময় (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন)।
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.