যাইহোক এই জীবনের ইঁদুর দৌড়ে তাই টিকে থাকতে গেলে অনেক সাধারণ জ্ঞানের দরকার পরে। ঠিক যেমন আজকাল যেকোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি সাধারণ জ্ঞান বা জিকে এর পার্ট থাকে। তাই চাকরির পরীক্ষা ভাল দিতে গেলে সাধারণ জ্ঞান থাকাটা খুবই জরুরী।
এই চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে জরুরি পার্ট হল জিকে। এই প্রশ্নের উত্তর যে ঠিক দিতে পারবে সে এমনিতেই অন্যদের তুলনায় কয়েকধাপ এগিয়ে যাবে। আজকের এই প্রতিবেদনে এমনই কয়েকটি সাধারণ জ্ঞানের প্রশ্ন সমন্ধে আপনাদের জানাবো যা জানলে আপনি বেশ অবাক হবেন। এছাড়া এই সমস্ত প্রশ্ন জানা থাকলে যেকোনো পরীক্ষায় লাভবান হতে পারেন আপনিও। এইসব প্রশ্ন আপনার চাকরির লিখিত পরীক্ষায় বা যেকোনো ইন্টারভিউতে কাজে লেগে যাবে।
১) বাড়িতে কোন গাছ লাগালে সাপ আসে না?
উত্তর: সর্পগন্ধা গাছ
২) ভারতের কোন শহরে স্বর্ণমন্দির আছে?
উত্তর: অমৃতসর
৩) পুষ্কর মেলা কোন রাজ্যে হয়?
উত্তর: রাজস্থান
৪) ফুচকা কোন দেশে প্রথম তৈরি হয়েছিল?
উত্তর: ভারত
৫) কুকুর কোন রং দেখে রেগে যায়?
উত্তর: কালো রং
৬) কোন ফসলের বীজ বপন করতে লাগে না?
উত্তর: আখ
৭) পাখিদের রাজা কে?
উত্তর: ঈগল
৮) বেটি বাঁচাও বেটি পড়াও প্রথম কোথায় শুরু হয়েছিল?
উত্তর: হরিয়ানা
৯) কোন গাছের পাতা দিয়ে বিরি তৈরি হয়?
উত্তর: পান্ডুল গাছের পাতা
Stat News BD – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Stat News BD Offers To Know Latest National And Local Stories.